এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার করোনার বড়সড় থাবা মন্ত্রীসভায়! প্রয়াত হলেন হেভিওয়েট মন্ত্রী! শোকের ছায়া রাজনৈতিক মহলে!

আবার করোনার বড়সড় থাবা মন্ত্রীসভায়! প্রয়াত হলেন হেভিওয়েট মন্ত্রী! শোকের ছায়া রাজনৈতিক মহলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতে করোনার সংক্রমণ কোনভাবেই কমবার কোন আশা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন ৫০ হাজারেরও বেশি মানুষ করোনা সংক্রমিত হচ্ছে। সেই সঙ্গে দীর্ঘতরো হচ্ছে মৃত্যুর মিছিল। যা থেকে সাধারণ মানুষ তো বটেই রেহাই মিলছে না সমাজের মান্যিগন্যিদেরও। এমনি অবস্থায় আগামী ৫ ই আগস্ট বহু কাঙ্খিত রামমন্দিরের ভিত্তি প্রস্তর যখন অযোধ্যায় উন্মোচিত হতে চলেছে, ঠিক সেই আবহেই নেমে এলো শোকের ছায়া।

সংবাদসূত্রে জানা গেছে, করোনা রোগে আক্রান্ত হয়ে আজ সকালে প্রাণ হারালেন যোগী সরকারের পরিচালনাধীন উত্তরপ্রদেশ সরকারের কারিগরি শিক্ষামন্ত্রী কমলা নাথ বরুন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর অকস্মাৎ মৃত্যুতে শোকের আবহ নেমে এসেছে উত্তরপ্রদেশে। তাঁর মৃত্যতে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ প্রসঙ্গে তিনি একটি শোকবার্তা টুইটও করেছেন।

সংবাদসূত্রে জানা গেছে, গত ১৮ ই জুলাই কমলা দেবীর শারীরিক অসুস্ততার কারণে করোনা সন্দেহে তাঁর লালারস পরীক্ষা করা হয়। করোনা রিপোর্ট পসিটিভ এলে তাঁকে একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। বেশ কিছুদিন চিকিৎসার পর আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, প্রয়াত কারিগরি শিক্ষামন্ত্রী কমলা রানি বরুণ ১৯৫৮ সালে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ-এ জন্মগ্রহণ করেন। তিনি সমাজবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রির অধিকারী ছিলেন। ১৯৮৯ সালে প্রথম তিনি রাজনীতির আঙিনায় পদসঞ্চার করেন। এবছরে লাখনৌ পুরসভার দ্বারকাপুরি ওয়ার্ড থেকে পৌর নির্বাচনে জয়লাভ করে তিনি কাউন্সিলার পদ লাভ করেন। পরবতী ২০১২ সালে বিজেপির হয়ে রসুলাবাদ বিধানসভা আসনে তিনি দাঁড়ান কিন্তু জয়লাভে অসমর্থ হন।

এরপর গত, ২০১৭ সালে ঘতমপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়ে তিনি জয়লাভ করেন। এরপর গত ২০১৯ সালে উত্তরপ্রদেশে তাঁর হাতে রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রকের দায়িত্বভার তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জনৈক প্রতিনিধি কৃষণ লাল বরুণের সঙ্গে তাঁর বিবাহ হয়েছিল। গত ২০১৫ সালে তাঁর স্বামী কৃষণ লাল বরুণের মৃত্যু হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!