এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনার তৃতীয় ঢেউ, সর্তকতা জারি রাজ্যের! আতঙ্কে সাধারণ মানুষ!

করোনার তৃতীয় ঢেউ, সর্তকতা জারি রাজ্যের! আতঙ্কে সাধারণ মানুষ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  অনেকটাই মিলিয়ে গিয়েছিল করোনা ভাইরাস। যার জেরে আশার আলো দেখতে শুরু করেছিলেন দেশের সাধারণ মানুষ। অনেকেই ভেবেছিলেন, নতুন বছর অর্থাৎ 2022 সালটা হয়ত ভালোভাবেই কাটবে। কিন্তু যখন দরজায় কড়া নাড়ছে ইংরেজি নববর্ষ, ঠিক তখনই চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। যার জেরে বিশেষজ্ঞরা বলছেন, একদিকে ওমিক্রন এবং অন্যদিকে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতির জেরে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেল। স্বাভাবিকভাবেই আবার নতুন করে একাধিক আশঙ্কা মাথাচাড়া দিতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে।

সূত্রের খবর, এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি সতর্কবার্তা জারি করা হয়। যেখানে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। বলা বাহুল্য, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী আভাস দিয়েছেন যে আগামী দিনে বেশ কিছু ক্ষেত্রে কড়া ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। কনটেইনমেন্ট জোন সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। স্বভাবতই রাজ্য স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশিকা নতুন করে উস্মা বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!