এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বড়সড় সুখবর, অবশেষে বেরিয়ে গেল করোনা প্রতিষেধক! দাবি ঘিরে জোর শোরগোল

বড়সড় সুখবর, অবশেষে বেরিয়ে গেল করোনা প্রতিষেধক! দাবি ঘিরে জোর শোরগোল

করোনা ভাইরাস এখন গোটা বিশ্বকে ভাবিয়ে তুলছে। সকলের চিন্তার একটাই কারণ এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে প্রতিষেধক আবিষ্কার করা। বহু দেশ নানাভাবে এই ভাইরাসকে প্রতিহত করবার জন্য চেষ্টা করলেও, এখনও পর্যন্ত তার কোনো প্রতিষেধক পাওয়া যায়নি। তবে এই ব্যাপারে এবার হয়ত আশার আলো আসতে শুরু করল।

সূত্রের খবর, চিনা সংস্থা “সিনোভ্যাক বায়োটেকের” পক্ষ থেকে ইতিমধ্যেই করোনা প্রতিষেধকের জন্য একটি ভ্যাকসিন তৈরি করা হয়েছে। যে ভ্যাকসিন বাদুড়ের শরীরে প্রয়োগ করে কিছুটা হলেও সফলতা মিলেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, চীনের এই গবেষক দল প্রথমে করোনা ভাইরাসের প্রতিষেধকের সাফল্য প্রমাণ করতে বাদুড়ের শরীরে তা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে। আর এর পরেই তাদের শরীরে করোনা সংক্রমণ প্রবেশ করানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার পরবর্তীকালে গবেষকদের পরীক্ষা-নিরীক্ষায় উঠে আসে যে, যে সমস্ত বাদুড়ের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাদের ফুসফুসে করোনা ভাইরাস প্রবেশ করতে পারেনি। কিন্তু যাদের শরীরে সেই ভ্যাকসিন প্রয়োগ করা হয়নি, কিছুদিনের মধ্যেই সেই সমস্ত বাদুরকে নিউমোনিয়ায় আক্রান্ত হতে দেখা গেছে। আর এর ফলেই সেই গবেষক মন্ডলীর কাছে কার্যত প্রমাণিত হয়ে গেছে যে, তাদের তৈরি করা এই ভ্যাকসিন করোনা প্রতিরোধে অনেকটাই সাফল্য পাইয়ে দিয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এই করোনা ভাইরাসকে প্রতিহত করতে নানা দেশের পক্ষ থেকে নানা চেষ্টা চালানো হচ্ছে‌। কিন্তু সেভাবে কোনো দেশ সাফল্য পায়নি। তবে এবার চীনের গবেষকদের দল যেভাবে গোটা বিষয়ে ভ্যাকসিন তৈরি করে তা বাদুড়ের শরীরে প্রবেশ করে সাফল্য পেল, তাতে এই ভ্যাকসিন মানবদেহে কতটা কার্যকরী হয়, তার দিকেই এখন নজর রয়েছে সকলের। একাংশের মতে, যদি সত্যিই চীনের তৈরি করা এই ভ্যাকসিন কার্যকরী হয়ে যায়, তাহলে অন্যান্য দেশেও চীনের দ্বারস্থ হতে হবে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!