এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা ভ্যাকসিন এলেও স্বস্তি নেই, বড়সড় দুঃসংবাদ মানব জাতির জন্য

করোনা ভ্যাকসিন এলেও স্বস্তি নেই, বড়সড় দুঃসংবাদ মানব জাতির জন্য

করোনা ভাইরাস রীতিমত সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বে। একদিকে এই ভাইরাসের ফলে যেমন আক্রান্ত এবং মৃত্যু লীলা চলছে, ঠিক তেমনই লকডাউনের ফলে জীবিকারও সর্বনাশ হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা এই ভাইরাসকে আটকাতে প্রতিষেধক হিসেবে একমাত্র লকডাউনের পন্থাকে বেছে নেওয়া হয়েছে। আর দীর্ঘদিন ধরে দেশ বন্ধ থাকায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে ভেঙে পড়বে, তাতে নিশ্চিত সকলেই। তাই এমতাবস্তায় করোনা থেকে গোটা বিশ্ব মুক্তি পেলেও, তার পরবর্তীকালে আর্থিক দিক থেকে বিভিন্ন দেশ কতটা সঙ্গতিপূর্ণ অবস্থায় যেতে পারবে, তা নিয়ে তৈরি হচ্ছে সংশয়।

আর এহেন একটা পরিস্থিতিতে এবার তীব্র আশঙ্কার কথা শোনালেন বিশ্ব খাদ্য প্রকল্পের মুখ্য অর্থনীতিবীদ আরিফ হুসেন। সূত্রের খবর, এদিন একটি রিপোর্ট প্রকাশ করেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসও।যেখানে তিনি জানান যে, বিশ্ব খাদ্য প্রকল্পের মুখ্য অর্থনীতিবীদ জানিয়েছেন, এখনই যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে প্রায় 27 কোটি মানুষকে অভুক্ত থাকতে হতে পারে। আর এই রিপোর্টের ভিত্তিতেই এখন সমস্ত দেশকে একজোট হয়ে করোনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়াতেই যে এত বিড়ম্বনা এবং এর ফলে যে সমস্যা আরও বাড়ছে, তার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস অ্যাডানম গ্যাব্রিয়েসাস। বস্তুত, করোনার ফলে লকডাউন করার কারণে দিন আনা দিন খাওয়া মানুষদের মধ্যে জীবন জীবিকা সংকটের মুখে পড়েছে।

কিন্তু নিয়ম সকলকেই মানতে হবে। তাই এমন পরিস্থিতিতে সকলেই নিজের কাজ ছেড়ে দিয়ে গৃহবন্দি হয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরে দেশ বন্ধ থাকায় অর্থনৈতিক পরিস্থিতি সংকটের মুখে পড়বে, এটা সবাই জানে। তাই এখন অর্থনৈতিক পরিস্থিতি ঠিক করতে সকল দেশকে একজোট হওয়ার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে কবে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আরও পড়ুন – করোনা আবহে বিরোধী আক্রমনে ঘুম উড়েছে তৃণমূলের? সামাল দিতে প্রশান্ত কিশোরকে ডাক শাসকদলের

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!