এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা ভ্যাকসিন বন্টন নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার, কড়া চিঠি প্রধানমন্ত্রীকে!

করোনা ভ্যাকসিন বন্টন নিয়ে কেন্দ্রকে আক্রমণ মমতার, কড়া চিঠি প্রধানমন্ত্রীকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। এই পরিস্থিতিতে বারবার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রের পক্ষ থেকে ঠিক সময় টিকাকরন প্রক্রিয়া শুরু হলে এবং রাজ্যকে ভ্যাকসিন বরাদ্দ করলে এই পরিস্থিতি সৃষ্টি হত না। কিন্তু কেন্দ্রর গা ঢিলেমি মনোভাবের জন্যই আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

স্বাভাবিক ভাবেই করোনা ভাইরাসের ভ্যাকসিন বরাদ্দ নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের টানাপোড়েন কার্যত দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর এই পরিস্থিতিতে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে ভ্যাকসিন দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। আর এবার ফের কেন্দ্রকে চিঠি লিখে নিজের কড়া মনোভাব প্রকাশ করলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, ইতিমধ্যেই ভ্যাকসিন বন্টনে কেন্দ্রের ভূমিকাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। আর এবার সেই ব্যাপারে আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখলেন তিনি। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখেন, “কেন্দ্র সঠিক সময় ভ্যাকসিন বন্টনে যথেষ্ট উদাসীন ছিল। যার জেরে সময় মত টিকা পাওয়া যায়নি। বাংলার জন্য বারবার পর্যাপ্ত সংখ্যক টিকা চেয়েও পাওয়া যায়নি।”

স্বাভাবিক ভাবেই কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এভাবে ক্ষোভ উগরে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনী ময়দান যে কার্যত জমে উঠতে শুরু করল, তা বলার অপেক্ষা রাখে না। একাংশ বলছেন, নির্বাচনের সময় করোনা ভাইরাস যখন হু হু করে বাড়তে শুরু করেছে, তখন একে অপরের দিকে অভিযোগ তুলতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ার কারণেই যে করোনা ভাইরাস বৃদ্ধি হচ্ছে, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, তৃণমূল নেত্রী এই মন্তব্য করে এবং প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে নিজের বিদ্রোহী মনোভাব জিইয়ে রাখার চেষ্টা করলেন। এক্ষেত্রে তিনি বুঝিয়ে দিলেন যে, বাংলার প্রতি কেন্দ্র সব সময় বিমাতৃসুলভ আচারণ করছে। তাই করোনা ভাইরাসের ভ্যাকসিন বরাদ্দ নিয়ে কেন্দ্রের উদাসীনতার কথা তুলে ধরে বাংলায় যে বিজেপি ক্ষমতা দখল করতে উদগ্রীব, সেই ব্যাপারে বিজেপিকে কিছুটা ব্যাকফুটে ফেলে দেওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী।

তবে এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রীকে দু-দুবার চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার আয় একবার চিঠি লিখে কেন্দ্রীয় সরকারকে কার্যত অস্বস্তির মুখে ফেলে দিলেন তৃণমূল সুপ্রিমো। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!