এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় খবর: করোনা ভ্যাক্সিনের ট্রায়ালে অংশগ্রহণের পরেই কোভিড আক্রান্ত এই হেভিওয়েট মন্ত্রী

বড় খবর: করোনা ভ্যাক্সিনের ট্রায়ালে অংশগ্রহণের পরেই কোভিড আক্রান্ত এই হেভিওয়েট মন্ত্রী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কালকের সর্বদল বৈঠকের পরে ভ্যাকসিন নিয়ে আশার আলো শোনাতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। এদিন বৈঠকে তিনি ঘোষণা করেন যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে। আর সেক্ষেত্রে এখন শুধু অপেক্ষা বিজ্ঞানীদের সবুজ সংকেতের। আর সেটা পেয়ে গেলেই টিকাকরণও শুরু হয়ে যাবে বলেই জানিয়েছিলেন তিনি।

সেক্ষেত্রে টিকাকরনের জন্য স্বাস্থ্যকর্মী, করোনাযোদ্ধা, বয়স্ক মানুষ এবং ক্রনিক রোগাক্রান্ত, এমন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বর্তমানে দেশে প্রায় ৮টি ভ্যাকসিন নিয়ে ট্রায়াল চলছে বলেও জানা গিয়েছিল। তার মধ্যেই বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের নেতা মন্ত্রী এমনকি জনগণকেও করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল।

আপনার মতামত জানান -

তবে এবার সেই ট্রায়ালে অংশ নিয়েই করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। জানা গেছে, করোনা আক্রান্ত হয়েছেন হরিয়ানার স্বাস্থ্য মন্ত্রী অনিল ভিজ। কয়েকদিন আগেই ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন। তারপর থেকে সুস্থও ছিলেন। কিন্তু, শনিবার নিজেই টুইট করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ।

তাঁর সম্প্রতি আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভরতি করা হয়েছে বলেও জানান হয়েছে।৬৭ বছরের এই মন্ত্রী মধুমেহ রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে, তিনিই ছিলেন হরিয়ানার প্রথম ব্যক্তি যিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে এই ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়েছিলেন বলে জানা যায়।

এরপর কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে অংশ নেওয়ার পর তিনি জানিয়েছিলেন, মহামারীর কারণে বহু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা পালটে গিয়েছে। কেউ কোনও অনুষ্ঠানে, আত্মীয়ের বাড়িতে যেতে ভয় পাচ্ছেন তাঁরা। শুধু তাই নয়, আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করতে পারছেন না, শিশুরা স্কুলে যেতে পারছে না। কলেজ, বাস সবই খালি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে তিনি বলেন, মানুষ এর থেকে মুক্ত হতে চাইছে। আর তার জন্য ভ্যাকসিনের দ্রুত আসা আবশ্যক। আর সেইজন্য এই দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন বলেই জানিয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২০শে নভেম্বর নিজের শরীরে কোভ্যাক্সিন প্রয়োগ করেন তিনি। জানা গেছে, করোনা ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নিয়ে দুঘণ্টা পর তিনি স্বাভাবিকভাবেই নিজের দপ্তরে বসে কাজও করেন ভিজ।

সেইসঙ্গে ভ্যাকসিন প্রয়োগ করার পর সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ভারতীয়দের জন্য এটা গর্বের বিষয় যে ভারত বায়োটেকের মতো স্বদেশীয় সংস্থা করোনার ভ্যাকসিন তৈরির জন্য এগিয়ে এসেছে। তাই সেক্ষেত্রে সহযোগিতা করে ভ্যাকসিন তৈরিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলেই জানিয়েছিলেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!