এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি ও বার্তা? বিরোধীদের প্রশ্নের জবাব কেন্দ্রের

করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রীর ছবি ও বার্তা? বিরোধীদের প্রশ্নের জবাব কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভ্যাকসিন নেওয়ার পর যে সার্টিফিকেট পাওয়া যায় সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকে তার পাশে একটি বার্তা দেওয়া থাকে। এ বিষয় নিয়ে বারবার অভিযোগ করতে দেখা গেছে বিরোধীদের। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এর দ্বারা নিজের প্রচার চালাচ্ছে কেন্দ্র সরকার। ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে একাধিক বিরোধী শিবির। এবার বিরোধীদের প্রশ্নের জবাব দেওয়া হলো কেন্দ্রের পক্ষ থেকে।

বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সামনেই রয়েছে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। নির্বাচনের স্বার্থে ভ্যাকসিনের সার্টিফিকেটে নিজের হয়ে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও ঝাড়খন্ড, পাঞ্জাব, ছত্রিশগড়ের মত কিছু রাজ্যে সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সরিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও এই পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি গতকাল সংসদে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কুমার কেতকর এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কুমার কেতকর প্রশ্ন করেছিলেন করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি প্রিন্ট করা কি বাধ্যতামূলক? তার প্রয়োজনীয়তা কি? এর পেছনে কী কারণ রয়েছে? কেন প্রধানমন্ত্রীর ছবিও বার্তা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে? এর জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানালেন যে, করোনা মহামারী ও তার ক্রমাগত বদলে যাওয়া প্রকৃতির কারণে কোভিড উপযুক্ত আচরণ বিধি রোগ বিস্তার রোধ করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

টিকা নেবার পরও ভারতবাসী যাতে কোভিড আচরণ বিধি অনুসরণ করেন, সেই বার্তা শংসাপত্রতে দেওয়া হয়েছে। এই ধরনের বার্তাগুলি জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হল সরকারের নৈতিক দায়িত্ব। তার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত সার্টিফিকেট দেওয়া জরুরি। এরদ্বারা কোভিড বিরোধী প্রচারকে শক্তিশালী করা হয়। নৈতিক ও জনস্বার্থে এই প্রচার করছে কেন্দ্র সরকার।

এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, কো উইন অ্যাপের মাধ্যমে ভারত সরকারের দেওয়া করোনার ভ্যাকসিনের সার্টিফিকেটের বিন্যাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভ্যাকসিন নেওয়ার পরও কোভিড মহামারীর উপযুক্ত আচরণ বিধি অনুসরণ করার গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয় বার্তা দিতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেটে। আর, এর কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর ছবি শংসাপত্রে দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!