এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা ভাইরাস হানা দিল মোদীর পরিবারেও, নিকটাত্মীয়ের প্রয়ানে শোকের ছায়া!

করোনা ভাইরাস হানা দিল মোদীর পরিবারেও, নিকটাত্মীয়ের প্রয়ানে শোকের ছায়া!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়েছে। প্রায় এক বছর আগে যখন এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছিল, তখন তা দমানোর জন্য জারি করা হয়েছিল লকডাউন। তবে এবার আবার যখন বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে, তখন চিন্তায় পড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের মনোভাবের জন্য এই করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে বলে দাবি করছে বিরোধীরা।

নানা জায়গায় যখন এই ভাইরাসে মৃত্যু মিছিল চলছে, তখন কেন কেন্দ্রীয় সরকার সদর্থক পদক্ষেপ গ্রহণ করছে না, তা নিয়ে নানা মহলে তৈরি হচ্ছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এবার করোনা ভাইরাস হানা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারে। যেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর কাকিমা নর্মদাবেন। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোকের আবহ তৈরি হয়েছে মোদীর পরিবারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, প্রায় 10 দিন আগে নরেন্দ্র মোদীর কাকিমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মূলত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে ক্রমাগত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যার ফলে এখন স্বয়ং প্রধানমন্ত্রীর পরিবার এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা না পাওয়ায় নানা মহলে চাঞ্চল্য ক্রমশ বাড়তে শুরু করেছে। অবিলম্বে এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় সরকারের আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে দাবি করছেন সকলে।

বিশ্লেষকরা বলছেন, যে কোন মানুষের মৃত্যুই দুর্ভাগ্যজনক। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর কাকিমা যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন, তাতে নানা মহলে যে গোটা বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করবে, তা বলাই যায়। এমনিতেই বিরোধীরা কেন্দ্রীয় সরকার ঠিকমত পদক্ষেপ গ্রহণ করছে না বলে সরব হতে শুরু করেছেন। আর এবার প্রধানমন্ত্রীর পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ চলে যাওয়া সেই বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দেবে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!