এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনা নিয়ে নতুন বিপদ? মৃতদেহ ছড়াতে পারে সংক্ৰমণ? বিজ্ঞানীদের নতুন দাবি ঘিরে তীব্র জল্পনা!

করোনা নিয়ে নতুন বিপদ? মৃতদেহ ছড়াতে পারে সংক্ৰমণ? বিজ্ঞানীদের নতুন দাবি ঘিরে তীব্র জল্পনা!

করোনা ভাইরাস নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য উঠে আসছে বিজ্ঞানীদের গবেষণায়। গবেষকরা ইতিমধ্যেই জানিয়েছিলেন, এই মারণ জীবাণু মিউটেশন পদ্ধতিতে তাঁর জিনগত পরিবর্তন ঘটায় নিজেই। যার ফলে ক্রমাগত সে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। কিন্তু এবার এমন একটি তথ্য উঠে আসল গবেষণায়, যা রীতিমতো কপালে ভাঁজ ফেলেছে চিকিৎসক, বিজ্ঞানীদের। গবেষণায় উঠে এসেছে করোনা আক্রান্তের মৃতদেহ থেকেও ছড়াতে পারে সংক্রমণ।

সম্প্রতি, থাইল্যন্ডে করোনা আক্রান্তের মৃতদেহ থেকে ওখানকার হাসপাতালের ফরেনসিক ডিপার্টমেন্টের এক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এতদিন পর্যন্ত বিশেষজ্ঞদের কথা অনুযায়ী জানা গিয়েছিল, করোনা মৃতদেহ থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত এরকম কোন ঘটনা না ঘটার ফলে কোন প্রমাণও ছিলনা। কিন্তু সাম্প্রতিককালে থাইল্যান্ডের এই ঘটনা সামনে আসার পর এই মুহূর্তে আর আত্মবিশ্বাসী মনোভাব রাখতে পারছেন না বিশেষজ্ঞরা।

বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার ফলে বিশ্বের বিভিন্ন জায়গার মর্গ থেকে শুরু করে সৎকার কর্মীদের নিরাপত্তার বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। রবিবার ‘জার্নাল অফ ফরেনসিক মেডিসিন স্টাডি’ একটি প্রতিবেদনে থাইল্যান্ডের এই ঘটনাটি প্রকাশ পায়। এবং জানা যায়, এই প্রথম ফরেনসিক ডিপার্টমেন্টের কোন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। অন্যদিকে প্রতিবেদন সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের অস্ত্রোপচার করতে গেলে চিকিৎসকরা যে ধরনের জীবানুনাশক ব্যবহার করেন, এখন থেকে ফরেনসিক বিভাগেও ওই একই ক্যাটাগরির জীবাণুনাশক ব্যবহার করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে ব্যাংককের আরভিটি মেডিক্যাল সেন্টার এবং চীনের হাইনান মেডিকেল ইউনিভার্সিটির চিকিৎসক ডঃ ওন শ্রিউইজতালাই জানিয়েছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হলেও তাঁদের পরীক্ষা হতে দেরি হচ্ছে। তার মধ্যেই যদি মারা যায় কেউ, তাহলে কার কার দেহে সংক্রমণ থেকে যাচ্ছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে না। যদিও তিনি জানান, সমস্ত মৃতদেহ এই মুহূর্তে সর্তকতা অনুযায়ী সৎকার করা হচ্ছে। কিন্তু থাইল্যান্ডের ঘটনা সামনে আসার পর ঝুঁকি থেকেই যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।

অন্যদিকে থাইল্যান্ডের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে করোনা আক্রান্ত মৃতদেহ থেকে কতজন ফরেনসিক ডিপার্টমেন্টের ফরেনসিক পরীক্ষক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হয়েছেন, তার কোন হিসাব নেই এখনো পর্যন্ত। সূত্রের খবর, সারা বিশ্বে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 19 লাখ 30 হাজার। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এই মুহূর্তে বিশ্বের এক লাখ এক লাখ কুড়ি হাজার জনের বেশি মানুষ। অন্যদিকে থাইল্যান্ড সরকার জানাচ্ছেন, তাঁদের দেশে করোনা আক্রান্ত হয়েছেন এই মুহূর্তে 2613 জন।

অন্যদিকে থাইল্যান্ডে মারা গেছে করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত 41 জন। এই মুহূর্তে সারা বিশ্বের মানুষ চরম আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশ এই মুহূর্তে মারণ ভাইরাস করোনার শিকার। আক্রান্ত দেশগুলিতে প্রতিমুহূর্তে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোন অবস্থাতেই পরিস্থিতি আয়ত্তে আসছে না বলেই জানা যাচ্ছে। অন্যদিকে, চিকিৎসক ও বিজ্ঞানীরা সাধারণ মানুষকে পরামর্শ দিচ্ছেন অতিমাত্রায় সতর্কতা এবং সচেতনতা বজায় রাখার জন্য। বিশেষজ্ঞদের মতে, সতর্ক ও সচেতন থাকলেই করোনার মারণ আঘাত এড়ানো সম্ভব হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!