এখন পড়ছেন
হোম > রাজ্য > চরিত্র বদলে কি আরও আতঙ্কের করোনা ভাইরাস? বিজ্ঞানীদের নতুন দাবিতে তুলকালাম গোটা বিশ্বে!

চরিত্র বদলে কি আরও আতঙ্কের করোনা ভাইরাস? বিজ্ঞানীদের নতুন দাবিতে তুলকালাম গোটা বিশ্বে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস কী বায়ুবাহিত? এমন বিভ্রান্তিকর প্রশ্ন নিয়ে উত্তাল আন্তর্জাতিক স্বাস্থ্য মহল। বিষয়টি নতুন ভাবে ভয়ের বাতাবরণ তৈরি করছে মানুষের মনে। কিছু বিজ্ঞানী মনে করেন, করোনা বাতাসবাহী। অর্থাৎ, বায়ু দ্বারা এই ভাইরাস ছড়াতে পারে। ব্যাপারটি নিয়ে মানুষের মনে আতঙ্ক বৃদ্ধি পাওয়ায় এবার বক্তব্য রাখলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিফ সায়েন্টিস্ট, সৌম্যা স্বামীনাথন৷ তার বক্তব্যে বেশ খানিকটা খোলাসা হয় বিষয়টি।

তিনি বলেন, আমরা যখন কথা বলি বা গান গাই, তখন আমাদের মুখ থেকে কিছু পরিমান ভিন্ন ভিন্ন আকারের অতি ক্ষুদ্র অসংখ্য জলবিন্দু নিঃসৃত হয়। সেই জলবিন্দুর মধ্যে যেগুলো তুলনামূলক বড়ো সেগুলি ১-২ মিটারের মধ্যে মাটিতে পড়ে যায়। কিন্তু যে ফোঁটাগুলোর আকার ৫ মাইক্রনেরও কম, সেগুলি বেশ খানিকটা বাতাসে ভেসে থাকে। সেই ক্ষেত্রে সোসাল ডিস্টেন্স দিয়ে সব সময় তা প্রতিরোধ করা সম্ভব হয়ে ওঠে না। তাই সংক্রমণ অনেক বেশি ঘটার আশঙ্কা থেকে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার তার কথায়, করোনার এই বায়ুবাহিত সংক্রমণের চরিত্র হামের মতো নয়। সেটা হলে কেউই করোনার সংক্রমণ থেকে মুক্ত হতে পারতো না। তবে, এটা ঠিক যে মুখ নিসৃত জলের ছোটো ছোটো ফোঁটাগুলি প্রায় দশ থেকে পনেরো মিনিট বাতাসে ভেসে থাকতে পারে। আর সেখানেই মানুষের আসল ভয়ের ক্ষেত্র।

তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বিষয়টি নিয়ে যথেষ্ট নড়ে চড়ে বসেছে। তারা অন্য গোষ্ঠীর বিজ্ঞানীদের দাবী মেনে করোনা ভাইরাসকে বায়ুবাহিত বলে ঘোষণা করতে রাজি নয়, তবে এটা স্বীকার করছে যে বাতাসে অবস্থানরত সেই জলবিন্দু থেকে করোনা সংক্রমণ হচ্ছে। ব্যাপারটা সত্যিই বিভ্রান্তিকর ও ভয়প্রদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!