এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা ভাইরাসে জোর ধাক্কা অর্থনীতিতে! পদক্ষেপ কেন্দ্রের!

করোনা ভাইরাসে জোর ধাক্কা অর্থনীতিতে! পদক্ষেপ কেন্দ্রের!

করোনা ভাইরাসকে মোকাবিলা করতে ইতিমধ্যেই গোটা দেশ লকডাউন রাখা হয়েছে। টানা 21 দিন একটি দেশ লকডাউন থাকলে, সেই দেশের অর্থনৈতিক পরিকাঠামো যে অনেকটাই ভেঙ্গে পড়বে, তা বুঝতে বাকি নেই কারোরই। ইতিমধ্যেই এই ব্যাপারে নানা মহলে আশঙ্কা চলছে। কিন্তু তার মাঝেও এখন ভারতবর্ষের একটাই লক্ষ্য, করোনা ভাইরাসকে আটকানো। তবে এই অর্থনীতিকে চাঙ্গা করতে অনেক বেশি অর্থের প্রয়োজন হবে জেনেও, এবার ঋণের প্রশ্নে কোনোরূপ হঠকারী সিদ্ধান্ত নিল না কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, এদিন অর্থ মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, রাজকোষের ঘাটতি পূরণ করতে নয়া অর্থবর্ষে যে 7.8 লক্ষ-কোটি ঋণ নেওয়া হবে, তার মধ্যে বছরের একদম শুরুতে নেওয়া হবে 4.88 লক্ষ কোটি ঋন। তবে বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের ফলে রাজস্ব খাতে কেন্দ্রের আয় কমার আশঙ্কা থাকলেও, সকলকে অবাক করে দিয়ে বাজেট ঘোষণার থেকে ঋণ কমা বা ঘাটতির রাশ আলগা করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে কেন্দ্রের পক্ষ থেকে জানানোয় অবাক হচ্ছেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন সরকারি পরিসংখ্যানে বলা হয়েছে, 2019-20 সালের এপ্রিল থেকে ফেব্রুয়ারি মাসে রাজস্ব ঘাটতি বাজেট লক্ষ্যের 135 শতাংশ ছাড়িয়ে গিয়েছে।তবে বাস্তবে আয় হয়েছে, 50 হাজার 298 কোটি টাকা। যা 14 হাজার 700 কোটির কম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর এমত পরিস্থিতিতে এবার কেন্দ্রের এই সিদ্ধান্ত হঠকারী সিদ্ধান্ত নয় বলেই জানাচ্ছেন সকলে। এদিন এই প্রসঙ্গে আর্থিক বিষয়ক সচিব অতনু চক্রবর্তী বলেন, “যে কোনো প্রয়োজনে সরকারের হাতে যাতে যথেষ্ট নগদ থাকে, তা মাথায় রাখা হয়েছে।

করোনা রুখতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য খাতে হোক, অর্থনীতিকে রক্ষা করা হোক বা যেকোনো সময় ত্রাণের জন্য হোক, যাতে টাকার অভাব না হয়, তা হিসেব করেই বাজার থেকে ঋনের পরিকল্পনা করা হয়েছে। মাথায় রাখা হয়েছে বাড়তি খরচের কথা।” সব মিলিয়ে আর্থিক সংকটের আভাস থাকা সত্ত্বেও, যাতে ভবিষ্যতের জন্য সব পদক্ষেপ গ্রহণ করা যায়, তার জন্য প্রস্তুতি নিল কেন্দ্রীয় সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!