এখন পড়ছেন
হোম > অন্যান্য > চিন্তা বাড়িয়ে এবার করোনা আক্রান্ত তৃণমূলের যুব সভাপতি, জোর চাঞ্চল্য!

চিন্তা বাড়িয়ে এবার করোনা আক্রান্ত তৃণমূলের যুব সভাপতি, জোর চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দক্ষিণ দিনাজপুর জেলার পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন কোচবিহার জেলা যুব তৃনমূলের সভাপতি বিষ্ণুব্রত বর্মন। লকডাউনের মাঝে সামাজিক দূরত্ব যাতে পালন করা যায় তার বার্তা বারবার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও লকডাউন শিথিল হওয়ার সাথে সাথেই দক্ষিণ দিনাজপুর জেলায় একটি ঘরোয়া কর্মসূচি করতে আসেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

যেখানে উপস্থিত ছিলেন করোনা আক্রান্ত জেলা যুব তৃনমূলের সভাপতি অম্বরীশ সরকার। পরবর্তীতে জেলার এই যুবনেতা করোনা আক্রান্ত শুনে দক্ষিণ দিনাজপুর জেলায় সমস্ত তৃণমূল নেতা নেত্রীকে প্রায় হোম কোয়ারেন্টাইনে চলে যেতে হয়। আর এবার ভয়াবহ এই মারন ভাইরাসে আক্রান্ত হলেন কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিষ্ণুব্রত বর্মন।

সূত্রের খবর, এদিন এই তৃণমূল নেতার কারণে আক্রান্ত হওয়ার খবর আসার পরে তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বস্তুত, বেশ কিছুদিন ধরে জ্বর এবং পেটের সমস্যায় ভুগছিলেন এই তৃণমূল নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরই এদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বা চিকিৎসকদের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও নির্দিষ্ট কিছু জানানো হয়নি। তবে দ্রুত যাতে তৃণমূলের এই যুবনেতা সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা করা শুরু করেছেন তার অনুগামীরা। স্বাভাবিকভাবেই কোচবিহারে যেভাবে শাসকদলের একের পর এক নেতা করো না ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তাতে রীতিমত মানুষের মধ্যে যেমন আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনই তৃণমূলের অন্দরেও গুঞ্জন শুরু হয়েছে।

একাংশের মতে, যদি রাজনৈতিক দলগুলো লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ার পর সেভাবে রাস্তায় না নামত, তাহলে আজকে এই পরিস্থিতি হত না। কিন্তু ঠিক মত অনেকেই নির্দেশ না মানার কারণে এবার বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সব মিলিয়ে এখন সচেতনতা পালন করা ছাড়া কারোর কাছে কোনো উপায় নেই। তবে বিষ্ণুব্রত বর্মন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবার তিনি কবে সুস্থ হয়ে ওঠেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!