এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > করোনায় চাপে পড়বে রাজ্য! তাই কি সুকৌশলে এই পরিকল্পনা? বিস্ফোরক বিজেপি!

করোনায় চাপে পড়বে রাজ্য! তাই কি সুকৌশলে এই পরিকল্পনা? বিস্ফোরক বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ। দিনকে দিন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে বিশেষ উদ্যোগ নিয়েছেন। ডক্টর অন হুইলস পরিষেবা চালু হয়েছে তার হাত ধরে। স্বাভাবিক ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় বলেই মনে করছেন সকলে। আর এই পরিস্থিতিতে এই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। যেখানে আদতে গোটা বিষয়টি থেকে নজর সরিয়ে দিতেই এই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে দাবি করলেন তিনি। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার মডেল নিয়ে বেশ কিছু সাংবাদিক তাকে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই বিজেপি নেতা। এদিন এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “নিজের দলের লোক নিজের ঢাক বাজাচ্ছে। এটা পরিকল্পিত ভাবে ডায়মন্ডহারবারকে সামনে নিয়ে আসা হয়েছে। সম্পূর্ণ ব্যর্থতাকে মানুষের দৃষ্টি থেকে সরিয়ে রাখার জন্যই ডায়মন্ডহারবার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এটা ভিড় জমাতে পারে। কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন। তবে মানুষের দৃষ্টিকে সরিয়ে রাখার জন্যই এই ব্যবস্থা তৈরি করা হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বভাবতই এই বিষয়কে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য। অনেকে বলছেন, হেভিওয়েট এই বিজেপি নেতা এই মন্তব্য করে বুঝিয়ে দিতে চাইলেন যে, গোটা রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। আয়ত্তের বাইরে চলে যাচ্ছে অবস্থা। তাই এখন ডায়মন্ডহারবার মডেলকে সামনে নিয়ে এসে শাসক দল এবং সরকার পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে চাইছে। আর তার জন্যই তাদের এই চেষ্টা বলে বোঝানোর চেষ্টা করলেন শমীকবাবু বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!