এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনায় চিন্তা রাজ্যের, রাজ্যবাসীকে বাঁচাতে নয়া আর্তি মমতার!

করোনায় চিন্তা রাজ্যের, রাজ্যবাসীকে বাঁচাতে নয়া আর্তি মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ক্রমাগত ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে। আতঙ্কিত দেশ এবং রাজ্য। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য বিধিনিষেধের রাস্তায় হেঁটেছে। দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যবাসীকে সতর্ক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 15 টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি সকলকে মাস্ক পড়ে থাকারও বার্তা দিলেন বাংলার প্রশাসনিক প্রধান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “করোনা আক্রান্ত সবার দ্রুত আরোগ্য কামনা করছি। আমি নিজেই জানি না কার কার কোভিড হয়েছে। তিন দিন জ্বর থাকছে। সাতদিন আইশোলেশনে থাকতে বলেছে কেন্দ্র। প্রয়োজন ছাড়াই অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন। ছেলেরা মাথায় টুপি পড়ুন। মহিলাদের চুল ঢেকে রাখুন। ভয় পাবেন না। সাত দিনের মধ্যে 45 হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। খুব প্রয়োজন থাকলে তবেই বাইরে বেরোবেন। রোগটা মারাত্মক নয়, কিন্তু দ্রুত ছড়াচ্ছে। বাড়িতে কেউ আক্রান্ত হলে বাকি সদস্যরা বাড়িতে থাকুন। মাস্ক পড়ার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। আগামী 15 টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, গোটা দেশ করোনা অতি বাড়ির একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে। তৃতীয় ঢেউ দেখিয়েই বিদায় নিতে চলেছে করোনা ভাইরাস। কিন্তু ভয়াবহ এই মহামারী বিদায় নেওয়ার আগে সকলকে ভাবিয়ে দিয়ে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে চিন্তিত বিশেষজ্ঞ থেকে শুরু প্রশাসন। তাই আগামী দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে রাজ্যবাসীকে সচেতন করে দিলেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!