এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনায় দিশেহারা গোটা দেশ! তার মাঝেই আম্ফানের মত ভয়ঙ্কর সাইক্লোন ধেয়ে আসছে ভারতের দিকে!

করোনায় দিশেহারা গোটা দেশ! তার মাঝেই আম্ফানের মত ভয়ঙ্কর সাইক্লোন ধেয়ে আসছে ভারতের দিকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, ঠিক তখনই মহামারীর মধ্যে আছড়ে পড়েছিল ভয়াবহ ঘূর্ণিঝড় আম্ফান। যে ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গ। আর এক বছর ঘুরে আসতে না আসতেই ফের মহামারীর পাশাপাশি এবার ভয়াবহ ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা শোনা গেল।

ইতিমধ্যেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়েছে। দিনকে দিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর এই পরিস্থিতিতে এক বছর আগেকার মতই সাইক্লোন আম্ফানের থেকেও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে নতুন ঘূর্ণিঝড় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় নিয়ে গুজরাটে বিজেপি সরকারের পক্ষ থেকে একটি বৈঠক করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত রকম মোকাবিলা করতে ময়দানে নামছে সরকার। এদিন এই প্রসঙ্গে মৌসম ভবনের সাইক্লোন বিষয়ক বিশেষজ্ঞ সুনীতাদেবী বলেন, “এই সাইক্লোনের সঙ্গে আমফানের মিল পাওয়া যাচ্ছে। তবে ঠিক কেমন আকার ধারণ করবে এই ঝড়, তাই নিয়ে সংশয় রয়েছে।”

এমনকি কোথায় কোথায় এই ঝড় আছড়ে পড়তে পারে, তা নিয়েও ঠিকমত চূড়ান্ত আভাস দিতে পারছে না মৌসম ভবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মনে করা হচ্ছে পূর্ব এবং মধ্য আরব সাগরে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। তবে একদিকে করোনা ভাইরাস যখন ভয়াবহ আকার ধারণ করেছে, তখন কেরল, গুজরাট সহ একাধিক রাজ্যে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তাহলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

তবে বর্তমান সময় থেকেই পরিস্থিতিকে যতটা সামলানো যায়, তার জন্য চেষ্টা শুরু করে দিয়েছে বিভিন্ন রাজ্য সরকার। ইতিমধ্যেই গুজরাট সরকারের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। কেউ যাতে সমুদ্রে না যান, তার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কোনোভাবেই ঝড়ের সময় যাতে সাধারণ মানুষ বাইরে না থাকেন, তার ব্যাপারে সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

অর্থাৎ মহামারীর সময় আবারও দুর্যোগ ভয়াবহ আকার ধারণ করতে চলেছে ভারতবর্ষে। তবে আগে থেকে সতর্কতা মূলক পদক্ষেপ নিতে সচেষ্ট প্রতিটি রাজ্য সরকার। তবে শেষ পর্যন্ত সচেতনতা পালন করা সত্ত্বেও ভয়াবহ এই দুর্যোগ এবং মহামারী দুই রোধ করতে কতটা সক্ষম হয় ভারতবর্ষ, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!