এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনায় মৃত্যু মিছিল, সুপ্রিমকোর্টের পদক্ষেপে অস্বস্তি কেন্দ্রের!

করোনায় মৃত্যু মিছিল, সুপ্রিমকোর্টের পদক্ষেপে অস্বস্তি কেন্দ্রের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রবেশ করার পর থেকেই কার্যত ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিরোধীদের পক্ষ থেকে লাগাতার কটাক্ষ করা হচ্ছে বিজেপি সরকারকে। আর এই পরিস্থিতিতে এবার করোনায় যারা মারা যাচ্ছেন, তাদের ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের জবাবদিহি তলব করল দেশের শীর্ষ আদালত।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে কি চিন্তা-ভাবনা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। আর এবার সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের জবাব তলব করতে দেখা গেল দেশের শীর্ষ আদালতকে। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার কিছুটা হলেও অস্বস্তির মুখে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, বর্তমানে ভারতবর্ষে মৃত্যু মিছিল শুরু হয়েছে। প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আগের দিনের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। আতঙ্ক ক্রমশ বাড়ছে। আর এই অবস্থায় যারা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তাদের ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি চিন্তা-ভাবনা করছে, তা নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেন দুই বিশিষ্ট আইনজীবী। আর সেই মামলার পরিপ্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে আগামী 10 দিনের মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, মহামারী আইনে সম্পূর্ণরূপে উল্লেখ রয়েছে, যদি কোনো মহামারীতে কোনো ব্যক্তি মারা যায়, তাহলে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে তাকে সাহায্য করা হবে। সেদিক থেকে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে একের পর এক মানুষ মারা গেলেও, তাদেরকে কোনো সাহায্য করা হয়নি। যার ফলে বিরোধী দলের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছিল। আর সম্প্রতি এই ব্যাপারে দুই বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেন। আর তার শুনানি পর্বেই এবার কেন্দ্রকে বড় নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট।

বিশ্লেষকরা বলছেন, সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ায় কেন্দ্র এখন পর্যবেক্ষণ করে কি রিপোর্ট জমা দেয়, তার দিকে নজর থাকবে সকলের। তবে যদি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রকে করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে ব্যাপক অর্থ খরচ হয়ে যেতে পারে। একাংশের মতে, এমনিতেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বেশ কিছু রাজ্য লকডাউন বা একগুচ্ছ বিধি নিষেধ জারি করার কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হতে শুরু করেছে। তাই এই অবস্থায় যদি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে তা অনেকটাই চাপের কারণ হয়ে দাঁড়াবে কেন্দ্রের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি রিপোর্ট জমা দেওয়া হয় সুপ্রিম কোর্টে, আর তার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!