এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনাকালে কাজ হারালেও একেবারে বন্ধ হবে না বেতন! নজিরবিহীন পদক্ষেপের পথে কেন্দ্র সরকার

করোনাকালে কাজ হারালেও একেবারে বন্ধ হবে না বেতন! নজিরবিহীন পদক্ষেপের পথে কেন্দ্র সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চরম আতঙ্ক তৈরি হয়। সেসময় করোনাকে ঠেকাতে শুরু হয় লকডাউন। বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ, তার সাথে সাথে অফিস কাছারিও। আর এর ফলে বেরোজগার হয়ে পড়েন অসংখ্য মানুষ। দেশের অর্থনীতিকে সামলাতে গিয়ে আবার বেশ কিছু মানুষকে ছাঁটাই করাও হয় কর্মক্ষেত্র থেকে। সূত্রের খবর, লকডাউন চলাকালীন এখনো পর্যন্ত বেকারত্বের সংখ্যা প্রায় আকাশ ছুঁয়েছে। প্রায় 2 কোটি মানুষ গত কয়েক মাসে কাজ হারিয়েছেন এদেশে।

তবে এবার কাজ হারানো মানুষদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। শ্রম মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, যেসব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ইতিমধ্যে কাজ হারিয়েছেন, তাঁরা আগামী তিন মাস 50 শতাংশ হারে বেতন পাবেন। এই সিদ্ধান্তের ফলে মনে করা হচ্ছে, কিছুটা হলেও স্বস্তি পাবেন কাজ হারানো মানুষেরা। তিন মাস ধরে অর্ধেক বেতন পেতে গেলে বেশ কিছু শর্ত মানতে হবে কাজ হারানো কর্মচারীদের। শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যে সব কর্মীরা ইএসআইসি বা কর্মচারী রাজ্য বীমা নিগমের আওতাভুক্ত, তাঁরাই কেবল এই সুবিধা পাবেন।

শুধু তাই না, এই সংগঠনের সদস্য হিসাবে দু বছর মেয়াদ পূর্ণ করে তারপর যদি কেউ কাজ হারায়, তবেই তাঁর হাতে উঠে আসবে তিন মাসের অর্ধেক বেতন। জানা গিয়েছে, এই সুবিধা পেতে গেলে ইএসআইসি সদস্যদের যে কেউ সংস্থার বা যেকোনো কার্যালয়ে গিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বরটি দেখিয়ে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড গণ্য হবে। ওই আবেদন পত্রের খুঁটিনাটি দেখার পরেই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন, আবেদনকারী অর্ধেক বেতন পাওয়ার যোগ্য কিনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপর কাজ হারানো কর্মীর ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। এই সুবিধা অবশ্য আগেও পাওয়া যেত বলে জানা যাচ্ছে। তবে সেক্ষেত্রে কর্মহীন হবার তিন মাস পর থেকে এই সুবিধা মিলতো কর্মচারীদের। কিন্তু করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ অত্যন্ত দুর্দশার সামিল হয়েছেন। সে ক্ষেত্রে এবার ইএসআইসি কিছুটা নিয়ম শিথিল করেছে। এখন থেকে কর্মহীন হবার এক মাসের পর থেকেই তিন মাসের অর্ধেক বেতন মিলবে কর্মচারীদের।

শোনা যাচ্ছে, গত বৃহস্পতিবার ইএসআইসি কর্তৃপক্ষের সঙ্গে শ্রমমন্ত্রকের একটি বৈঠক হয়। এবং সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষজ্ঞদের মতে, যেভাবে সাধারণ মানুষ এখন চাকরি হারাচ্ছেন, তাতে 50 শতাংশ হারে বেতন তাঁদের কিছুটা সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে শ্রম মন্ত্রকের পদক্ষেপ প্রশংসনীয়। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, মাত্র তিন মাস কাজ হারিয়ে অর্ধেক মাইনেতে না হয় চলবে, কিন্তু তারপরের মাসগুলিতে কি হবে? অন্যদিকে বিরোধীরাও এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বেকারত্বের ঊর্দ্ধক্রম দেখে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!