এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনাকে সামাল দিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের হাই ভোল্টেজ বৈঠকে কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত?

করোনাকে সামাল দিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের হাই ভোল্টেজ বৈঠকে কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতি মোটেই আশাব্যঞ্জক নয় বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ক্রমাগত বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বিশেষ নজর দিয়েছেন দেশের সাতটি রাজ্যের উপর তারমধ্যে রাজস্থান অন্যতম কারণ গত 24 ঘন্টায় নতুন করে আবার করো না আক্রান্ত হয়েছে সেখানে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সবচেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে এবং স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ নজর দিয়েছেন করোনা আক্রান্ত সাতটি রাজ্যকে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি এদিন ঘোষণা করেছেন করোনা আক্রান্ত সাতটি রাজ্য করোনা পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা ত্রাণ থেকে 50% খরচ করতে পারেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার আগে এই খরচের পরিমাপ বেঁধে দিয়েছিলেন 35% এর ঘরে। করোনা আক্রান্ত সাতটি রাজ্যের প্রতি প্রধানমন্ত্রী মোদির আবেদন, প্রতিটি রাজ্যকে জোর দিতে হবে উপযুক্ত করোনা টেস্টিং, ট্রেসিং এবং ট্রিটমেন্টের ওপর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য উপযুক্ত প্রচার চালিয়ে যেতে হবে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী আরও জানিয়েছেন, সারাদেশের 67 জেলার মধ্যে 7 টি রাজ্যের 60 টি জেলা করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে। তাই এই জেলাগুলি তথা রাজ্যগুলি এখন চিন্তার কারণ। যে সাতটি রাজ্যকে নিয়ে চিন্তা বেড়েছে দেশের, সেগুলি হল – মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি এবং পাঞ্জাব। এই প্রত্যেকটি রাজ্যের মাইক্রো কন্টেইনমেন্ট জোনে আরো বেশি করে নজর দেওয়ার কথা বলেছেন এদিন প্রধানমন্ত্রী।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে, দৈনিক সংক্রমণমুক্তর বিচারে ভারত যথেষ্ট স্বস্তিদায়ক জায়গায় রয়েছে। জানা গিয়েছে গত চারদিন করোনামুক্ত সংখ্যা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। কিন্তু তা সত্বেও বিশেষজ্ঞরা এখনই নিশ্চিন্ত হতে পারছেন না। কারণ, যে কোন মুহূর্তে করোনা আবার দ্বিগুণ শক্তিতে ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আর তাই এই মুহূর্তে সাবধানতা ও সচেতনতার উপরেই জোর দিচ্ছেন তাঁরা সবথেকে বেশি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!