এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনার আগ্রাসন রুখতে দোল, হোলি নিয়ে কঠোর নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

করোনার আগ্রাসন রুখতে দোল, হোলি নিয়ে কঠোর নির্দেশ স্বাস্থ্য দপ্তরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ শুভ দোলযাত্রা, বাঙালির অত্যন্ত আনন্দর উৎসব। দোল, হোলি খেলা বাঙালি সহ ভারতবাসীর এক দীর্ঘদিনের ঐতিহ্য, যা মহা মিলনের বার্তা দেয়। তবে, সম্প্রতি দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। রাজ্যে রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ঘটেছে রেকর্ড সংক্রমণ পশ্চিমবঙ্গে। তাই দোল খেলা নিয়ে একাধিক কঠোর নির্দেশ জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোন অবস্থাতেই মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবেনা। একাধিকবার হাত স্যানিটাইজ করতে হবে। শারীরিক দূরত্ব বিধি মান্য করে চলতে হবে। জমায়েত, শোভাযাত্রা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে। পরিবারের মধ্যে থেকেই দোল খেলা উদযাপনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ভিড় না করার নির্দেশ দেয়া হয়েছে, বিশেষ করে শিশু, গর্ভবতী মহিলা, বৃদ্ধদের সম্পূর্ণভাবে ভিড় এড়িয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শারীরিকভাবে কাছে না গিয়ে আবির, রং খেলবার নিদান দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ফলত, অনেকটাই ফিকে এবারের রং খেলা। প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক করোনা সংক্রমণ হয়েছে রাজ্যজুড়ে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন মোট ৮১২ জন। সম্প্রতি পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ হাজার ৬০৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হলো। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৪৩৩ জন।

স্বাস্থ্যবিধি মেনে চলতে রাজ্যবাসীর অনীহা, নির্বাচনের কারণে বিপুল জমায়েত, মিটিং, মিছিল থেকে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নির্বাচনের সময় যেভাবে করোনা বাড়ছে, তাতে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে নির্বাচন কমিশনকেও। গতকাল কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯৪ জন, উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮০ জন, হাওড়ায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন, দার্জিলিঙে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ জন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!