এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার আতঙ্কে মাঝেই আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, একদিনে বহু মানুষের সংক্রমণ কলকাতায়

করোনার আতঙ্কে মাঝেই আতঙ্ক ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, একদিনে বহু মানুষের সংক্রমণ কলকাতায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য ও দেশজুড়ে করোনা সংক্রমনের আবহে শুরু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক। একাধিক রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যান্য বেশকিছু রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। এখনো পর্যন্ত রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত মোট ৫ জন মানুষের মৃত্যু ঘটেছে। এবার কলকাতায় একদিনেই ৬ জন মানুষ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।

ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন। এছাড়াও দুজন ব্যক্তিকে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত বলে মনে করছেন চিকিৎসকরা। তবে, এখনও তাদের পরীক্ষার রিপোর্ট সামনে আসেনি। অন্যদিকে, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হয়ে। এখনো পর্যন্ত রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের আক্রান্তের সংখ্যা রয়েছে ৩৪, অন্যদিকে ৫ জনের মৃত্যু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে। তবে, ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ জনেরও বেশি মানুষ, যা অত্যন্ত আশঙ্কাজনক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্ল্যাক ফাঙ্গাসের তীব্র সংক্রমণ দেখে বিশেষজ্ঞরা বিশেষভাবে সতর্ক করেছেন সাধারণ মানুষকে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে শরীরের নানা স্থানে যন্ত্রণা অনুভূত হবে, চোখের পাশে বা নাকের পাশে চামড়া লাল হয়ে যাবে, ঘন ঘন জ্বর আসবে, সেই সঙ্গে মাথাব্যথা, কাশি, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এমনকি রক্তবমি পর্যন্ত হতে পারে, স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে। ঘনঘন নাক বন্ধ হলে, নাক দিয়ে রক্ত পড়লে, মাড়ি ফুলে গেলে, চোখের দৃষ্টি ঝাপসা হলে, ত্বকের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হচ্ছে।

ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সর্বদা রক্তের শর্করার পরিমাণ মেপে দেখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাস্ক সর্বদা ব্যবহার, মাটিতে বসে কোন কাজ করতে গেলে গ্লাভস ব্যবহার, স্ক্রাবের ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তাঁরা। সেইসঙ্গে এন্টিবায়োটিকের ব্যবহারে, স্টেরয়েডের ব্যবহারে সতর্ক হবার কথা জানাচ্ছেন তাঁরা। এরসঙ্গে ঘরবাড়ি পরিষ্কার রাখা, বাসি খাবার না খাওয়া, জল জমতে না দেওয়ার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!