এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনার ব্যাপক প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে জেলা জুড়ে, একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব আক্রান্ত

করোনার ব্যাপক প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে জেলা জুড়ে, একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব আক্রান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট দেশজুড়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটা দিন দিন বেড়েই চলেছে। রাজ্যের ছবিও বিশেষ কিছু অন্যরকম নয়। করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে পাল্লা দিয়ে বেড়ে চলেছে প্রায় প্রতিদিন রাজ্যে, তাতে সাধারণ মানুষের মনে আতঙ্ক যে চতুর্গুণ হয়ে বেড়ে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উপরন্তু এবার যেভাবে রাজনৈতিক কর্তা-ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন করোনায়, তা নিয়ে যে যথেষ্ট চিন্তিত রাজ্যের প্রশাসন তা ইতিমধ্যে স্পষ্ট।

বর্তমানে বাংলার দক্ষিণ থেকে উত্তর প্রায় সব জায়গায় রাজনৈতিক কর্তাব্যক্তিরা করোনা আক্রান্ত হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। আর এবার করোনা আক্রান্ত হওয়ার তালিকায় নাম নথিভুক্ত করলেন বারাসাতের বিদায়ী পুরপ্রধান। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। সন্দেহ হওয়ায় তাঁর করোনা পরীক্ষা হয় এবং সেখানেই ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। রিপোর্ট হাতে পাওয়ার পর বিদায়ী বোর্ডের পুরপ্রধান দেরি না করে সাথে সাথে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়ে যান।

তবে এই মুহূর্তে উক্ত পুরপ্রধান শারীরিকভাবে স্থিতিশীল আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। করোনা সংক্রমণের তালিকায় উত্তর 24 পরগনা বহু আগেই উল্লেখযোগ্য ভাবে তালিকার উপরে উঠে এসেছে। এই জেলায় করোনা ব্যাপকভাবে প্রসার বৃদ্ধি করেছে বলে জানা গেছে। খুব স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের সাথে রাজনৈতিক মহলেও করোনা মারণ থাবা বসিয়েছে। এর আগে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সহ-সভাপতি, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ করোনা আক্রান্ত হয়েছিলেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও, মধ্যমগ্রামের কাউন্সিলরসহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে এই মুহূর্তে তিনি সুস্থ ও বাড়ি এসেছেন। আবার অন্যদিকে ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। সমীক্ষায় দেখা যাচ্ছে, আনলক ওয়ান হবার পর থেকেই উত্তর 24 পরগনা জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এখনো পর্যন্ত এই জেলায় মোট 2798 জন আক্রান্ত হয়েছেন বলে খবর। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1635 জন।

এখনো পর্যন্ত এই জেলায় করোনা আক্রান্ত হয়ে 99 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মতে, রাজ্যের করোনা পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হচ্ছে। অন্যদিকে রাজ্যের বিরোধী শিবির থেকে অবশ্য এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আপাতত, রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ, রাজ্যের করোনা পরিস্হিতি তড়িঘড়ি নিয়ন্ত্রণে আনা। আর তাই করতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে রাজ্য প্রশাসন বলে মনে করছেন অনেকে। রাজ্যের বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে রাজ্য সরকার কি ব্যবস্হা গ্রহণ করছে, সেদিকেই এখন লক্ষ্য থাকবে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!