এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার চোখরাঙানির মধ্যেই নির্বাচনের দামামা বাজতে চলেছে এই রাজ্যে, প্রস্তুতি একাধিক শিবিরে

করোনার চোখরাঙানির মধ্যেই নির্বাচনের দামামা বাজতে চলেছে এই রাজ্যে, প্রস্তুতি একাধিক শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার চোখরাঙানির মধ্যেই বিহারের শুরু হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। গত ১৫ ই জুন বিহারের সমস্ত গ্রাম পঞ্চায়েতের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তবে, করোনা সংক্রমণ থাকার কারণে এখনো পর্যন্ত সেখানে নির্বাচনের আয়োজন করা সম্ভব হয়নি। তবে, জানা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে বিহারে শুরু হতে চলেছে পঞ্চায়েত ভোট। করোনা সংক্রমণ থাকার কারণে জনসমাগম এড়াতে ১০ দফা ভোটের আয়োজন করা হয়েছে। দু’মাস ধরে চলবে ভোট উৎসব।

জানা যাচ্ছে, সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে ভোট শুরু হবে। ভোট চলবে নভেম্বরের ২৪ তারিখ পর্যন্ত। মোট ১০ দফায় ভোট করা হবে। করোনা সংক্রমনের কারণে জুন মাসে ভোটের আয়োজন করা সম্ভব হয়নি। এবার সংক্রমণ কিছুটা কমে আসায়, পঞ্চায়েত ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এমনটাই জানা যাচ্ছে একাধিক সূত্রে। জানা যাচ্ছে, বিহারের পঞ্চায়েত ভোটের ব্যাপারে এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, প্রথম ভোট হবে ২০ সে সেপ্টেম্বর, এরপর ভোট রয়েছে ২৪ সে সেপ্টেম্বর, তারপরে রয়েছে ৪ ঠা অক্টোবর, এরপর ৮ ই অক্টোবর, এরপর ১৪ ই অক্টোবর, ২২ সে অক্টোবর, ৩১ সে অক্টোবর, ৭ ই নভেম্বর, ১৫ ই নভেম্বর, শেষপর্ব রয়েছে ২৫ সে নভেম্বর। করোনা সংক্রমণ থাকার কারণে বুথ সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা আছে। সামাজিক দূরত্ব মেনে, স্বাস্থ্যবিধি ভোটে অংশগ্রহণ করতে হবে। এদিকে ভোটের জল্পনা সামনে আসতেই প্রস্তুতি নিতে শুরু করেছে একাধিক রাজনৈতিক দল।

গত বিধানসভা নির্বাচনে ক্ষমতা লাভ করেছিল এনডিএ জোট। মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। তবে, জানা গেছে, সরকারের মূল চাবিকাঠি রয়েছে বিজেপির হাত। যারফলে জেডিইউ, বিজেপির সম্পর্ক দিনে দিনে খারাপ হচ্ছে। আবার, সম্প্রতি পেগাসাস নিয়ে বিজেপির বিরুদ্ধে তদন্তের দাবি করতে দেখা গেছে নীতিশ কুমারকে। আবার, এনডিএকে কোনঠাসা করতে মহাজোট গঠনের চিন্তাভাবনা করছেন তেজস্বী যাদব।

এক্ষেত্রে আরজেডি মুলায়ম সিং এর সঙ্গে জোট বাঁধতে পারে। আবার দলিত ইস্যু নিয়ে জেডিইউর উপর চাপ বাড়াতে পারে। নিতিশ কুমারের উপর চাপ বাড়াতে একদিকে একাধিক বিরোধী দলের সঙ্গে জোট যেমন করতে পারে, তেমনি বিহারে অপরাধের সংখ্যা বৃদ্ধি, মাদকদ্রব্যের চোরাচালান, কর্মসংস্থানের অভাব ইত্যাদি বিষয়ে জোরদার প্রচারে নামতে পারেন তেজস্বী যাদব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!