এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার চোখ রাঙানি, মাস্ক পড়া বাধ্যতামূলক! জেনে নিন নয়া নিয়ম!

করোনার চোখ রাঙানি, মাস্ক পড়া বাধ্যতামূলক! জেনে নিন নয়া নিয়ম!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিগত দুই বছর করোনার সঙ্গে ভয়াবহ যুদ্ধ করতে হয়েছে ভারতবর্ষ সহ গোটা বিশ্বকে। বন্ধ থেকেছে স্কুল, কলেজ। তবে ধীরে ধীরে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছিল। তবে আবার পার্শ্ববর্তী দেশগুলোতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রীতিমত চিন্তিত ভারত। আর এই পরিস্থিতিতে এবার সংসদের অধিবেশনে মাস্ক পড়ে ঢুকতে দেখা গেল উপরাষ্ট্রপতি এবং লোকসভার অধ্যক্ষকে। শুধু তাই নয়, লোকসভায় এখন থেকে প্রবেশের সময় সমস্ত সাংসদ এবং মন্ত্রীদের মাস্ক পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, এদিন রাজ্যসভার অধিবেশনে প্রবেশের সময় মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে। একইভাবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেও মাস্ক পরিহিত অবস্থায় অধিবেশনে ঢুকতে দেখা যায়। এক্ষেত্রে এখন থেকে লোকসভার অধিবেশনে প্রবেশ করতে গেলে সকল সাংসদ এবং মন্ত্রীদের মাস্ক পড়া বাধ্যতামূলক করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। যার ফলে পার্শ্ববর্তী দেশগুলোতে করোনার প্রকোব বৃদ্ধি পাওয়ায় ভারত যে এখন থেকেই তাকে আটকাতে তৎপর, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!