এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার ঢেউয়ের আঁচ এবার দেশরক্ষাকারীদের অন্দরেও, একের পর এক জওয়ান হচ্ছেন করোনা আক্রান্ত

করোনার ঢেউয়ের আঁচ এবার দেশরক্ষাকারীদের অন্দরেও, একের পর এক জওয়ান হচ্ছেন করোনা আক্রান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনার প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে আক্ষরিক অর্থে সংক্রমণ ছড়িয়েছে বেশি। ইতিমধ্যেই অবশ্য বিশেষজ্ঞরা করোনার তৃতীয় ঢেউয়ের আশংকায় দিন গুনছেন। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ইতিমধ্যেই বহু মানুষ করোনা সংক্রমিত হয়ে পড়েছেন। সাধারণ মানুষের পাশাপাশি দেশের জওয়ানরাও বাদ যাননি। স্বরাষ্ট্র মন্ত্রকের যে পরিসংখ্যান সামনে এসেছে জওয়ানদের করোনা সংক্রামিত সংক্রান্ত, তা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। কার্যত জানা যাচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় বাহিনীতে প্রায় 35 শতাংশ করোনা সংক্রামিত সংখ্যা বেড়ে গিয়েছে। এই নিয়ে চিন্তাও বাড়ছে স্বরাষ্ট্রমন্ত্রকের।

অন্যদিকে জানা গিয়েছে, করোনার ভয়ংকর থাবায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর বহু জওয়ানের মৃত্যু হয়েছে। এযাবতকালে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 84 হাজারের ঘর ছুঁয়েছে বলে মনে করা হচ্ছে। একই সাথে মৃত্যু হয়েছে অন্তত 331 জনের। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের আধাসামরিক কেন্দ্রীয় বাহিনীতে ব্যাপক আকারে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। সবচেয়ে বেশি সংক্রামিত হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ানরা। যেখানে গত বছর এপ্রিলে সিআরপিএফ বাহিনীতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল হাতেগোনা, তা কিন্তু এ বছরের এপ্রিলে সমস্ত বিপদসীমা ভেঙে এগিয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত জানা যাচ্ছে, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হবার পরেই এই উদ্বেগজনক তথ্যটি সামনে এসেছে। চলতি বছরে শুধুমাত্র জুলাইতেই সিআরপিএফ বাহিনীতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় 24 হাজার 840 জন। ইতিমধ্যে 125 জন প্রাণ হারিয়েছেন বলেও জানা গিয়েছে। উদ্বেগজনকভাবে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মারাত্মক সংক্রমণ ছড়িয়েছে করোনা বলে জানা যাচ্ছে। বিএসএফ বাহিনীতে এখনও অব্দি 22 হাজারের বেশি জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। মৃত্যু হয়েছে প্রায় 90 জনের। অন্যদিকে সিআইএসএফ এর করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 19 হাজার বা তার কিছু বেশী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, গত বছরের থেকে এ বছরের মার্চ অব্দি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর অন্তত 50 হাজারের বেশি জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। একইসাথে যেসব করোনা হাসপাতলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কর্তব্যরত ছিলেন, সেখান থেকেও সংক্রমণ ছড়িয়েছে তাঁদের শরীরে। অন্যদিকে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অন্দরেও করোনার সংক্রমণ ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। সূত্রের খবর, এনডিআরএফ আক্রান্তের সংখ্যা প্রায় 200 হতে চলেছে বলে খবর।

এনএসজিতেও প্রায় দেড়শোর বেশি করোনা সংক্রামিতর খোঁজ পাওয়া গিয়েছে। একইসাথে আইটিবিপি তেও অন্তত হাজারের বেশি জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে দেশ রক্ষা করেন যারা, তাঁরা কিন্তু করোনার হাত থেকে নিজেদের রক্ষা করতে পারছেন না। দ্বিতীয় ঢেউতেই যখন এই অবস্থা, তখন তৃতীয় ঢেউ আসলে পরিস্থিতি যে আরও মারাত্মক হবে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। এই পরিস্থিতিতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়, সেদিকে নজর থাকছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!