এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার দুর্বার গতি অব্যাহত দেশে! এবার কোভিডের ধাক্কা আরেক কেন্দ্রীয় হেভিওয়েট মন্ত্রীকে!

করোনার দুর্বার গতি অব্যাহত দেশে! এবার কোভিডের ধাক্কা আরেক কেন্দ্রীয় হেভিওয়েট মন্ত্রীকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে এই মুহূর্তে করোনা পরিস্থিতি মারাত্মক আকার নিতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকার প্রাণপণ চেষ্টা চালিয়ে গেলেও অবস্থা কোনমতেই নিয়ন্ত্রণে আসছেনা বলে মনে করা হচ্ছে। আর যে কারণে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের কারণে এবার রাজনৈতিক অন্দরমহলেও করোনার থাবা প্রসারিত হয়েছে। একের পর এক কেন্দ্রীয় হেভিওয়েট নেতাকে করোনা আক্রান্ত হতে দেখা যাচ্ছে।

কিছুদিন আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও তিনি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভার অমিত শাহ থেকে শুরু করে একের পর এক মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন সম্প্রতি। এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি নিজেই তাঁর করোনা আক্রান্তের খবর টুইট করে জানিয়েছেন। এদিন তিনি জানান, অসুস্থ বোধ করায় তিনি করোনার টেস্ট করান এবং সেখানেই তার রিপোর্ট পজিটিভ আসে।

এই মুহূর্তে তিনি হাসপাতালে এবং সেখান থেকেই তিনি দলের অন্যান্যদের যারা গত কয়েক দিনে তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদেরকে আক্রান্ত মন্ত্রী অনুরোধ জানিয়েছেন, আইসোলেশনে থাকার এবং টেস্ট করার। মোদির মন্ত্রীসভা থেকে একের পর এক মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। যেমন- কিছুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। এরই মধ্যে করোনার সংক্রমণ এড়ানোর জন্য ভাবিজি পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন যে মন্ত্রী, সেই অর্জুন সিং মেঘওয়ালও করোনা আক্রান্ত হয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর সাথেই আরেক মন্ত্রী কৈলাস চৌধুরীও করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। গত 8 আগস্ট কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েকও করোনা আক্রান্ত হন বলে জানা গেছে। তবে দুশ্চিন্তা অমিত শাহকে নিয়ে। কারণ করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরেছিলেন সম্প্রতি। কিন্তু আবার তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং আপাতত তিনি দিল্লির এইমসে ভর্তি হয়েছেন বলে জানা যাচ্ছে। বয়সজনিত কারণ এবং তাঁর শরীরে অন্যন্য রোগের প্রাদুর্ভাব দুশ্চিন্তা বাড়াচ্ছে সবার বলে জানা যাচ্ছে।

এই অবস্থায় দেশে করোনা সংক্রমণের হার বেড়ে চললেও স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ভারতের বুকে এই মুহূর্তে রেকর্ড হারে সুস্থতার হার বেড়ে চলেছে। এবং তা যথেষ্ট আশার আলো দেখাচ্ছে। অন্যদিকে প্রতিষেধক আবিষ্কারের দিকে ভারত রীতিমতো দ্রুতগতিতে এগিয়ে চলেছে বলে জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে চিকিৎসকদের দাবি, প্রতিষেধক আবিষ্কার হলে ভারতের সুস্থতার আরও দ্রুত বৃদ্ধি পাবে। তবে কেন্দ্রীয় মন্ত্রীরা যেভাবে একের পর এক করনা আক্রান্ত হচ্ছেন, এবার তা নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়ছে সরকারের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!