এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার দ্বিতীয় ঢেউ রুখতে কি আবার দেশজুড়ে ৪৬ দিনের লকডাউন? জল্পনার মাঝে কেন্দ্র কি জানাল?

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে কি আবার দেশজুড়ে ৪৬ দিনের লকডাউন? জল্পনার মাঝে কেন্দ্র কি জানাল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রাথমিকভাবে করোনাকে ঠেকাতে ফেব্রুয়ারির শেষ থেকে দেশজুড়ে শুরু হয় পূর্ণ লকডাউন। মানুষ হয়ে পড়ে ঘরবন্দী। সেই লকডাউন চলেছিল প্রায় 64 দিন ধরে। যদিও লকডাউন চললেও করোনা পরিস্থিতির বিশেষ কোনো হেরফের হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। 64 দিনের কড়া লকডাউনের পর ধীরে ধীরে দেশ বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরছে আনলকের মধ্যে দিয়ে। কিন্তু আবারও বিপদ এসে হাজির। নতুন করে করোনার গতি ঊর্ধ্বমুখী।

এই অবস্থায় সম্প্রতি একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলা হচ্ছে, দেশ আবারও 46 দিনের কড়া লকডাউন এর মুখোমুখি হতে চলেছে। আর তাই নিয়েই শুরু হয় দেশজুড়ে জল্পনা। করোনার গতি দ্বিতীয়বার ঊর্ধ্বমুখী হওয়ার সাথে সাথেই জল্পনা বাড়ে। তাহলে কি এবার দেশজুড়ে শুরু হতে চলেছে আবার লকডাউন? এই প্রশ্নই ছড়িয়ে পড়ে সর্বত্র। এইরকম একটি ভুয়ো খবর ছড়িয়ে পড়ার ফলে দেশজুড়ে শুরু হয়ে যায় চাঞ্চল্য। কিন্তু কেন্দ্রীয় সরকারের চোখে পড়া মাত্রই এই ভুয়ো পোস্টের কথা সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া হয়।

কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, নতুন করে পূর্ণ লকডাউনের কোনো পরিকল্পনা নেই। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এ ধরনের ভুয়ো খবর ছড়িয়েছে। ইতিমধ্যেই প্রেস ইনফরমেশন ব্যুরো টুইট করে জানিয়ে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরটি পুরোপুরি মিথ্যে। যে ভুয়ো খবরটি ছড়িয়ে পড়ে এদিন সেখানে দেখা গেছে, জাতীয় বিপর্যয় মোকাবিলার চাহিদা অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর থেকে এদেশে নতুন করে লকডাউন ঘোষণা করা হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আনলক পর্বে করোনা বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রককে লিখিতভাবে জানানো হয়েছে এই নিয়ে চিঠি পাঠানো হয়েছে বলা হয়। এমনকি এই ভুয়ো খবরে এটাও বলা হয়, খাদ্য সামগ্রী এবং অন্যান্য বিষয়ে যাতে সাধারণের কোন সমস্যা না হয়, সে ব্যাপারে নজর রাখছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর। এতটা বিস্তারিতভাবে ভুয়ো খবর ছড়ানোর পরেই শুরু হয়ে যায় শোরগোল।

তবে লকডাউনের খবর ঘোষণা না করলেও কেন্দ্রীয় সরকারে এদিন পিঁয়াজের বর্ধিত মূল্য নাগালের মধ্যে রাখার জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা করেছে। অন্যদিকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশে নতুন করে করোনার ঊর্ধ্বগতি আতঙ্ক সৃষ্টি করেছে। তার ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবরকেই সত্যি বলে ধরে নিয়েছে সাধারণ মানুষ। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি, করোনার গতি ঊর্ধ্বমুখী হলেও সুস্থতার হারও বাড়ছে সম অনুপাতে। কিন্তু তাতেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!