এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার দ্বিতীয় ঢেউয়ের কার্যকাল কি তাহলে শেষ? আপাতত স্বস্তি, করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী

করোনার দ্বিতীয় ঢেউয়ের কার্যকাল কি তাহলে শেষ? আপাতত স্বস্তি, করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরে করোনার প্রথম ঢেউয়ের ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন করে এবছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় রীতিমতো বেসামাল হয়ে পড়ে দেশ। প্রথমবারের থেকেও দ্বিতীয়বারে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে উঠেছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাশাপাশি মানুষের মৃত্যুর হার রেকর্ড হারে বেড়েই চলছিল। এবছর এপ্রিল-মে মাসে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে যায় শীর্ষে। কিন্তু এবার একটু একটু করে মিলছে স্বস্তির নিঃশ্বাস। ধীরে ধীরে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। সংক্রমণ ক্রমশ নিম্নমুখী। মে মাসের শুরুতে দৈনিক আক্রান্তের সংখ্যা অতিক্রান্ত করেছিল প্রায় 4 লক্ষের গণ্ডি। অবশ্য তারপর থেকে ক্রমশ নিম্নমুখী হয়ে পড়ে করোনা।

মনে করা হচ্ছে, পিক আপ নেওয়ার পর থেকে ক্রমশ নিম্নমুখী হয়ে যায় করোনা। জুন মাসের শুরুতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 1 লক্ষেরও নিচে নেমে এসেছে বলে জানা গিয়েছে। সোমবারের পরিসংখ্যান অনেকটাই স্বস্তি দিয়েছিল। গত সোমবার দেশজুড়ে 1 লক্ষ 636 জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। আর এবার সংখ্যাটা আরও কমে গেল। পাশাপাশি মৃত্যুর হারও বেশ নিম্নমুখী। সোমবারের হিসেব অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে মোট 2427 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু মঙ্গলবারের স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে দেখা যাচ্ছে, করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা যথেষ্ট কম। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2123 জনের।

পাশাপাশি সোমবার 1 লক্ষ 74 হাজার 399 জন যেখানে সুস্থ হয়েছেন, সেখানে মঙ্গলবারের সুস্থতার হার উল্লেখযোগ্যভাবে বেশি। পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, মঙ্গলবার 1 লক্ষ 82 হাজার 282 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার যেভাবে বেড়ে চলেছে তা স্বস্তি জুগিয়েছে চিকিৎসকদের মনে। এই মুহূর্তে আনুপাতিক এক লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন আক্রান্তের থেকে। দেশজুড়ে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2 কোটি 89 লাখ 96 হাজার 473 জন। করোনার নিম্নমুখী হবার গতির সাথে তাল মিলিয়ে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যাও কমেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোমবার যেখানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ছিল 14 লক্ষ 1 হাজার 609 জন, সেখানে দেখা যাচ্ছে মঙ্গলবার সক্রিয় করোনা রোগীর সংখ্যা 12 লক্ষ 3 হাজার 702 জন। এখনো পর্যন্ত সারা দেশজুড়ে সুস্থ হয়ে উঠেছেন মোট 2 কোটি 73 লাখ 81 হাজার 462 জন। দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা জানা যাচ্ছে 3 লক্ষ 51 হাজার 309 জন। এখনো পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে দেশের 23 কোটি 61 লাখ 98 হাজার 726 জনকে। অন্যদিকে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করে দিয়েছেন আঠারো অনুর্দ্ধদের এবার দেশজুড়ে বিনামূল্যে প্রতিষেধক দেওয়া শুরু হবে আগামী একুশে জুন থেকে।

খুব স্বাভাবিক ভাবেই তাতে করোনার প্রকোপ অনেকটাই কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনাকে ঠেকিয়ে রাখার জন্য প্রতিষেধকই একমাত্র অস্ত্র বলে মনে করেন চিকিৎসকরা ও বিশেষজ্ঞরা এবং তাঁরা তা প্রথম থেকেই বলে আসছেন। মনে করা হচ্ছে, করোনার নিম্নমুখী পরিস্থিতি যদি বজায় থাকে এরকমভাবে, তাহলে হয়তো করোনার তৃতীয় ঢেউ সামাল দেওয়া যাবে প্রতিষেধকের সাহায্যে। এবং হয়তো অন্যান্য দেশের মতো আমাদের দেশেরও পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে ক্রমশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!