এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার জেরে অর্থনৈতিক ধাক্কা সামলাতে এবার ইপিএফওর নতুন পরিকল্পনা

করোনার জেরে অর্থনৈতিক ধাক্কা সামলাতে এবার ইপিএফওর নতুন পরিকল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে এই মুহূর্তে করোনার পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। সংক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে শুরু হয়ে গেছে লকডাউন। যথারীতি লকডাউনের জেরে অর্থনীতি জোর ধাক্কা খেললেও সংক্রমণ কমাতে লকডাউন ছাড়া আর কোন উপায় থাকছেনা। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য এলো একটি অভিনব সুযোগ। এই মুহূর্তে  দেশে প্রচুর মানুষের চাকরি চলে গিয়েছে।

আর্থিক সংকটের মুখে দেশের বহু পরিবার। এই অবস্থায় করোনা সংক্রমণ হলে চিকিৎসার টাকা জোগার করাই বড় দায় হয়ে পড়েছে। অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে বহু পরিবার। এই অবস্থায় মানুষকে আর্থিক সঙ্কট থেকে বাঁচাতে কেন্দ্রীয় সরকার নিয়েছে বড় সিদ্ধান্ত। যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অন্তর্গত, তাঁরা এখন থেকে পিএফ এর টাকা তুলে করোনার চিকিৎসার খরচ করতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর আগের বার অর্থাৎ প্রথম ঢেউ এর ধাক্কা সামলাতে যে লকডাউন করা হয়েছিল, সেসময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অন্তর্গত একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল দেশের মানুষের জন্য। সেখানে ইপিএফ এর সদস্যরা তাঁদের পিএফ এর 70% এবং দুই বা তিন মাসের বেসিক স্যালারি উঠিয়ে নিতে পারতেন। ইপিএফ হল, যারা বেতন পান তাঁদের বেতন থেকে প্রতি মাসে কিছু পরিমাণ টাকা কেটে নেওয়া হয় এবং একটি অ্যাকাউন্টে জমা করা হয়।

প্রতি মাসের স্যালারি স্লিপে সমস্ত হিসাব দেওয়া থাকে। ইপিএফ এর সঙ্গে যেসব কর্মীরা যুক্ত রয়েছেন, তাঁরা প্রায় সাত লক্ষ টাকা অবধি জীবনবীমা পান। সবমিলিয়ে করোনা পরিপ্রেক্ষিতে পিএফ নিয়ে যে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইপিএফ এর পক্ষ থেকে, তা যথেষ্ট প্রশংসনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই টাকাটি পেলে বহু পরিবার তাঁদের চিকিৎসা চালিয়ে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি অন্যান্য খরচেও যথেষ্ট সাহায্য করবে এই পিএফের টাকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!