এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার জেরে কি লকডাউনের মেয়াদ বাড়বে ? আলোচনা সর্বত্র

করোনার জেরে কি লকডাউনের মেয়াদ বাড়বে ? আলোচনা সর্বত্র

লকডাউনের জেরে গোটা দেশ ঘরবন্দি। কিন্তু তা সত্ত্বেও করোনার সংক্রমণ থেকে রেহাই পাওয়া যাচ্ছেনা। দিনের-পর-দিন ক্রমাগতই নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ভারতে। অনেকেই আশংকা প্রকাশ করেছেন, তবে কি করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় ধাপ অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ শুরু হলো ভারতে? কিন্তু সরকারি আধিকারিক এবং বিশেষজ্ঞদের দাবি, যতক্ষণ না বিপুল সংখ্যক লোকের সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, ততক্ষণ সেটাকে গোষ্ঠী সংক্রমণ বলা যাবেনা।

সংক্রমণ রুখতে দেশজোড়া লকডাউন আদৌ কার্যকর হচ্ছে কিনা তা বুঝতে অবশ্য সময় লাগবে আরো কিছুদিন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে দেশজুড়ে 21 দিনের লকডাউন চলছে। এই লকডাউন শেষ হবে আগামী 14 ই এপ্রিল। তবে লকডাউন এর মেয়াদ আরও বাড়ানো হবে কিনা সেই নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। কিন্তু সোমবার এই ধরনের কোন সম্ভাবনা সম্পূর্ণ খারিজ করে দিলেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লকডাউন বাড়ানোর কোন পরিকল্পনা গ্রহণ করা হয়নি। কিছুদিন ধরেই কয়েকটি সংবাদমাধ্যমে ক্রমাগত দাবি করা করা হচ্ছিল, করোনার প্রকোপ দেশে যেভাবে বেড়ে চলেছে, তাতে লকডাউনের মেয়াদ আরও 15 দিন বেড়ে পুরো এপ্রিল মাস চলতে পারে। কিন্তু এ প্রসঙ্গে এদিন রাজীব গৌবা জানিয়ে দিয়েছেন, ‘এই ধরনের খবরগুলি শুনে আমি বেশ আশ্চর্য হয়েছি। কারণ সরকারের এই ধরনের কোনও পরিকল্পনা এখনও পর্যন্ত নেই।’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, করোনার জেরে আর্থিকভাবে ভারতবর্ষ বেহাল অবস্থায় পৌঁছে গেছে। আগে থেকেই ভারতের অর্থনৈতিক আকাশে কালো মেঘ জমা হয়েছিল, কিন্তু লকডাউন এর জেরে সেই মেঘ এবার বজ্রবিদ্যুৎ-সহ আছড়ে পড়ার মুহূর্তে থমকে আছে। তাই লকডাউন এর পরিসীমা বাড়ানো হলে বহু ভারতবাসী অনাহারে মারা যাবেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, লকডাউন এর ফলে ভিনদেশী শ্রমিকদের অবস্থা সব থেকে খারাপ বলে মনে করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে, লকডাউন এর সাথে সাথে স্বাস্থ্য পরিষেবার মানও উন্নত করতে হবে। এবার হয়তো লকডাউন না হয়ে স্বাস্থ্য পরিকাঠামোকেই উন্নয়ন করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার।

তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লকডাউন বাড়ানো হবে কি হবে না তা সম্পূর্ণ পরিষ্কার হবে আগামী 14 ই এপ্রিল, বর্তমান লকডাউন এর মেয়াদ শেষ হবার পর। তাই শুধুমাত্র ক্যাবিনেট সচিবের কথাতেই আশ্বস্ত হওয়ার কিছু দেখছেন না বিশেষজ্ঞরা। তবে এই মুহূর্তে দেশে লকডাউন চললেও সাধারণ মানুষ যাতে অসুবিধায় না পড়েন, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এমন কি গরীব মানুষদের কথা ভেবে সরকারের পক্ষ থেকে তিন মাসের জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। তবে এই মুহূর্তে ভারত সরকারের কাছে একটাই চ্যালেঞ্জ- করোনার মাত্রাছাড়া সংক্রমণকে আটকে তাকে পুরোপুরি এই দেশ থেকে বিতাড়িত করা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!