এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনার জেরে ক্ষমতার হাতবদল ব্রিটেনে, সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা

করোনার জেরে ক্ষমতার হাতবদল ব্রিটেনে, সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা

বৃটেনের শাসন ব্যবস্থার মূল দুটি স্তর। প্রথমটি নিয়ন্ত্রণ করেন জনগণ দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা। এটির উপরই মূল দায়িত্বগুলি থাকে। দ্বিতীয় স্থানে আছে বাকিংহাম প্যালেস। যেখানে রাজপরিবারের সদস্যরা বিশেষ কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু মুশকিল হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের জেরে ব্রিটেনের নির্বাচিত সরকারের দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তাঁর এক মন্ত্রী ইতিমধ্যে কোয়ারেন্টাইনে চলে গেছেন।

অন্যদিকে, বর্তমানে প্রিন্স চার্লস এবং বৃটেনের রাণীও করোনার জেরে আইসোলেশনে রয়েছেন বলে খবর। অতএব এই দুঃসময়ে বৃটেনের হাল ধরেছেন দুই ভারতীয় বংশোদ্ভূত। ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি শুনাক এবং ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল। 200 বছর বৃটিশদের অধীনস্থ থাকার পর এবার করোনার জেরে উলটপুরাণ দেখছে ভারতীয়রা। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরে ব্রিটিশ শাসনের দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছেন 2 প্রবাসী ভারতীয় বংশোদ্ভূত।

এই নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সেখানকার স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যে তাঁদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে। আগেই খবর পাওয়া গিয়েছিল, বৃটেনের রাজকুমার প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও সূত্রের খবর রাজকুমার আপাতত সুস্থ আছেন। অন্যদিকে, প্রিন্স চার্লসের স্ত্রী তথা কর্নওয়ালের ডাচেসের শরীরে করোনা ভাইরাসের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে তাঁরা দুজনেই স্কটল্যান্ডে আইসোলেশন বিভাগে রয়েছেন বলে জানা গেছে। এদিকে, বাকিংহাম প্যালেসে রানী এলিজাবেথের অধীনস্থ কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় তড়িঘড়ি প্যালেস ছেড়েছেন বৃটেনের রানী ও রাজা। অতএব এই পরিস্থিতিতে বৃটেনের শাসনভারের দায়িত্ব এসেছে দুই ভারতীয় বংশোদ্ভূত সেখানকার অর্থমন্ত্রী ঋষি শুনাক (যিনি আবার বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের চেয়ারম্যান এন আর নারায়ণমূর্তির জামাই হিসাবে পরিচিত) এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এর ওপরই আপাতত বৃটেনের গুরুদায়িত্ব।

যথাযথ মর্যাদায় পালন করে চলেছেন দায়িত্ব এই দুইজন। অন্যদিকে, ইংল্যান্ডে মৃত্যু-মিছিল বেড়েই চলেছে। ইতিমধ্যে লকডাউনে চলে গেছে ইংল্যান্ড। এখনো পর্যন্ত খবর, করোনায় ইংল্যান্ড থেকে 11 হাজার 685 জন আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে মৃত্যু হয়েছে 578 জনের। এই মুহূর্তে করোনাভাইরাস এর জেরে সারাবিশ্বে ছড়িয়েছে ত্রাস। চীন থেকে শুরু করে এই ভাইরাস একের পর এক দেশ অধিগ্রহণ করেছে আর ছড়িয়েছে তার সংক্রমণ। এই মুহূর্তে সারাদেশ একটাই প্রার্থনা করে চলেছে ক্রমাগত, আর তা হল- করোনা ভাইরাসের হাত থেকে যেনতেন প্রকারেণ মুক্তি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!