এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার জেরে সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে গুজবে, এবার প্রশ্ন নিতে চলেছে কড়া পদক্ষেপ

করোনার জেরে সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে গুজবে, এবার প্রশ্ন নিতে চলেছে কড়া পদক্ষেপ


করোনা ভাইরাস নিয়ে ইতিমধ্যেই ত্রাহি ত্রাহি রব উঠেছে দেশে। দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর হার। করোনা সংক্রমণকে রুখতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশজুড়ে চলছে লকডাউন। আগামী 14 এপ্রিল এই লকডাউন শেষ হবে বলে খবর। পরিস্থিতি প্রতিদিনই জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু তার মধ্যেও করোনাকে হারানোর লড়াই জারি রয়েছে। তবে করোনার পজিটিভ লড়াই এর মধ্যেও কিছু নেগেটিভিটি দেখা যাচ্ছে সর্বত্র।

বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে বেশকিছু ভুয়া পোস্ট লক্ষ্য করা যাচ্ছে যা অত্যন্ত শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে বলে জানা গেছে। তবে করোনা সংক্রান্ত গুজবের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রক নিয়েও ইদানীং গুজব শোনা যাচ্ছে বর্তমানে সর্বত্র। এবং সেগুলি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষজন পুরোমাত্রায় বিশ্বাস করছেন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে গুজবটি রটছে তা হল- করোনাভাইরাস নিয়ে যেকোন ধরনের পোস্ট করলেই আইনের চোখে তা হবে শাস্তিযোগ্য অপরাধ।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই ধারনাটি সম্পুর্ন ভুল যে মেসেজটি দেওয়া হয়েছিল তাতে ছিল, ‘যদি ভুল কোনও পোস্ট হয়, তবে সোশ্যাল মিডিয়ার যে গ্রুপে পোস্টটি গিয়েছে সেই পুরো গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর সহ সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলা করা হবে। তাই এটা মাথায় রাখুন ও নিরাপদে থাকুন।’ সরকারি সূত্রে জানানো হয়েছে, করোনাভাইরাস সংক্রান্ত যেকোন রকম মেসেজ শুধুমাত্র সরকারি দপ্তর করতে পারবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এই বিজ্ঞপ্তিতে সই রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের মুখ্য সচিব রবি নায়েকের। আর এই গুজবটি সামনে আসার পরেই চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ, জানা গেছে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশ জারি করা হয়নি সোশ্যাল মিডিয়া সংক্রান্ত। বরং আসল চিত্র সম্পূর্ণ উল্টো। করোনা ভাইরাস নিয়ে সতর্কতামূলক মেসেজ ছড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণ জনগণকে অনুপ্রাণিত করছে তবে স্বরাষ্ট্রমন্ত্রক পক্ষ থেকে জানিয়েছে, ভুলভাল খবর পোস্ট করলে অবশ্যই তা শাস্তিযোগ্য অপরাধ। যে পোস্ট সাধারণ মানুষের ক্ষতি করবে, তা অবশ্যই তথ্য প্রযুক্তির আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলেই গণ্য হবে।

তবে যে কথাটি এ কদিন বহুলভাবে প্রচারিত হচ্ছে যে, ভুয়া খবর সনাক্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক অফিসার কে বসানো হয়েছে তা সম্পূর্ণ ভুল বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। এই মুহূর্তে ভারত সরকারের একটাই চিন্তা – কিভাবে করোনাকে দেশ ছাড়া করা যায়। আর তা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কেন্দ্র তথা রাজ্য সরকারগুলি। সাধারণ মানুষকে সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য দেশজুড়ে চলছে লকডাউন। তবে বিশেষজ্ঞদের দাবি, কোনো আইন করে করোনাকে আটকানো যাবেনা। সে ক্ষেত্রে প্রয়োজন জনসচেতনতার। সচেতন ও সতর্ক থাকলেই করোনার সংক্রমণকে এড়ানো সম্ভব হবে। তাই লকডাউন এর পাশাপাশি জনসচেতনতার কাজও চলছে সর্বত্র।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!