এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার জেরে এবার কাজ হারাতে চলেছেন ৩০ হাজার সরকারি ব্যাঙ্ককর্মী? তীব্র চাঞ্চল্য দেশজুড়ে

করোনার জেরে এবার কাজ হারাতে চলেছেন ৩০ হাজার সরকারি ব্যাঙ্ককর্মী? তীব্র চাঞ্চল্য দেশজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের ফলে অর্থনীতি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা গুলির আয় একধাক্কায় অনেকটাই কমে গেছে। এর ফলে বিভিন্ন সংস্থা তাদের কর্মীসংখ্যা হ্রাস করার পরিকল্পনা নিয়েছে। বাড়তি খরচ কমানোর উদ্দেশ্যেই তাদের এই পরিকল্পনা।চলতি বছরের জানুয়ারি মাসে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল তাদের কর্মীদের জন্য স্বেচ্ছা অবসর প্রকল্প গ্রহণ করে। পূর্বে এই সংস্থার কর্মী সংখ্যা দেশজুড়ে দের লক্ষেরও বেশি ছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে এই সংস্থার প্রায় ৭৮ কর্মী স্বেচ্ছা অবসর গ্রহণ করেছেন।

একসঙ্গে এত জন কর্মী স্বেচ্ছা অবসর নেওয়ায় এই সংসার কর্মী সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিএসএনএল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল ৫০ বছর কিংবা তার অধিক বয়স্ক কর্মীরা এই প্রকল্পের আওতাভুক্ত হয়ে স্বেচ্ছা অবসর গ্রহণ করতে পারবেন। সেসময় স্বেচ্ছা অবসর গ্রহণ করা কর্মীদের ৪০ মাসের বেতনের ১২৫ % দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, সেই সঙ্গে তাদের পেনশনের সুবিধার কথা ঘোষণা করা হয়েছিল সংস্থার তরফ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের মত এবার নিজেদের কর্মী সংখ্যা হ্রাস করতে ভিআরএস পরিকল্পনা নিতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপাতত মোট ৩০ হাজার কর্মীকে স্বেচ্ছা অবসর এর আওতা ভুক্ত করা হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, চলতি বছরে এসবিআইয়ের কর্মীসংখ্যা বেশ কিছুটা পরিমাণে হ্রাস পেয়েছে। গত ২০১৯ সালের মার্চ মাসে এই সংস্থার কর্মীর সংখ্যা সারাদেশে ২.৫৭ লক্ষ ছিল, চলতি বছরের মার্চ মাসে এই তা ২.৪৯ লক্ষে এসে পৌঁছেছে।

সংস্থা সূত্র থেকে জানা যাচ্ছে, এসবিআই কর্মীদের জন্য ভিআরএস পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত করা হয়েছে। এই সংস্থায় চাকুরীরত অফিসার ও অন্যান্য কর্মীরা যারা ২৫ বছর ধরে এই সংস্থায় চাকরি করছেন কিংবা যাদের বয়স ৫৫ বা তদুর্ধ, তারাই এই প্রকল্পের আওতাভুক্ত হবেন। অবশ্য এটি এখনো সংস্থার বোর্ডের চূড়ান্ত অনুমতি প্রাপ্ত হয়নি।

এসবিআই সূত্র থেকে জানা যাচ্ছে, চলতি বছরের আগামী ১ লা ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। এই প্রকল্পের আওতায় ৩০০০০ অফিসার ও অন্যান্য কর্মী আসতে চলেছেন। পৃথক ভাবে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে মোট ১১৫৬৫ জন অফিসার ও ১৮৬২৫ জন্ অন্যান্য কর্মী এই প্রকল্পের অধীনে আসতে চলেছেন। এভাবে করোনা সংক্রমণ কালে কর্মী সংকোচনের বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে এসবিআই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!