এখন পড়ছেন
হোম > Uncategorized > করোনার কড়া নিয়ম কি তুলে নিচ্ছে রাজ্য! কেন্দ্রের বার্তার পরেই তুঙ্গে জল্পনা!

করোনার কড়া নিয়ম কি তুলে নিচ্ছে রাজ্য! কেন্দ্রের বার্তার পরেই তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ধীরে ধীরে তৃতীয় ঢেউকে বিদায় জানাতে শুরু করেছে গোটা দেশ। আক্রান্তের সংখ্যা ক্রমাগত নিম্নমুখী। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য সচল হতে শুরু করেছে। করোনা আক্রান্তের সংখ্যা যখন নিম্নমুখী, তখন প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে বড় বার্তা দিল কেন্দ্রীয় সরকার। যেখানে প্রয়োজন মনে করলে করোনা বিধি তুলেও নিতে পারে সংশ্লিষ্ট রাজ্য সরকার বলে জানানো হয়েছে।

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে প্রতিটি রাজ্যকে একটি বার্তা দেওয়া হয়। যেখানে বলা হয় যে, বর্তমান পরিস্থিতিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিম্নমুখী। তাই এই পরিস্থিতিতে যদি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কোনো বিধি পরিবর্তন করে, তাহলে কোনো ক্ষতি নেই। এমনকি প্রয়োজন অনুসারে যদি তা তুলেও নেওয়া হয়, সেই বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার জেরে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি এবার পুরোপুরি ভাবে করোনা বিধি তুলে নেওয়া হবে, নাকি স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে করোনার নিয়মকে শিথিল করে পথ চলবে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল ! কেন্দ্রের নির্দেশিকার পর এই বিষয়টি নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!