এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার কঠিন পরিস্থিতিতে বিদ্যুতের বিল মকুবের সিদ্ধান্ত বিজেপি শাসিত রাজ্যে, প্রশংসার বন্যা

করোনার কঠিন পরিস্থিতিতে বিদ্যুতের বিল মকুবের সিদ্ধান্ত বিজেপি শাসিত রাজ্যে, প্রশংসার বন্যা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনা সংক্রমণের কারণে সাধারণ মানুষ এই মুহূর্তে দিশাহারা। একে তো রোগের কারণে ঘরে বসে থাকতে হচ্ছে, তার ওপর দেখা দিচ্ছে আর্থিক সমস্যা। এই অবস্থায় সাধারণ মানুষ খুঁজে চলেছে স্বস্তি। আর পরিস্থিতি বিচার করে এবার নিজের রাজ্যের জন্য দুর্দান্ত ঘোষণা করলেন বিজেপি শাসিত এক রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই এই ঘোষণার ফলে রাজ্যের মানুষ অত্যন্ত খুশি বলে জানা যাচ্ছে। সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য দুটি বড় ঘোষণা করলেন।

একটি হচ্ছে করোনা কালের গুরুত্ব বিচার করে মধ্যপ্রদেশবাসীর জন্য বিদ্যুতের বিল মাফ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আগামী  দিনে একমাসের বিদ্যুতের বিল মেটাতে হবে বলে জানিয়েছেন তিনি। ঠিক তার সাথেই তিনি জানিয়ে দিয়েছেন, আগামী দিনে নিট এবং জেইই দুটি পরীক্ষাই নির্ধারিত সময়ে হবে। সম্প্রতি এই অভিন্ন এন্ট্রান্স পরীক্ষা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। ইতিমধ্যে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর ডাকে দেশ এর সাতটি অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা একটি ভার্চুয়াল বৈঠক করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সেই বৈঠকেই ঠিক হয়, কেন্দ্রীয় সরকারের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। যদিও এর আগেও সুপ্রিমকোর্টে এই জয়েন এন্ট্রান্স পরীক্ষা হওয়া নিয়ে একটি কেস হয়েছিল এবং সেটি খারিজ হয়ে যায়। কিন্তু সেই খারিজ হওয়া আবেদনটি আবার পুনর্বিবেচনার জন্য দেশের 6 টি রাজ্য যথা- পাঞ্জাব, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড় এবং মহারাষ্ট্র সুপ্রিমকোর্টের কাছে আবেদন জানিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মধ্যপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এবার শুরু হতে চলেছে আত্মনির্ভর নিধি যোজনা। শোনা যাচ্ছে, এই যোজনাপত্র বিতরণ মধ্যপ্রদেশ থেকেই শুরু হবে আগামী সেপ্টেম্বরে।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই কর্মসূচি পালন হবে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, নিট এবং জেইই পরীক্ষা নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী শিবির। বিরোধীদের দাবি, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা নেওয়ার কোনো মানেই হয়না। অন্যদিকে শাসক দলের দাবি, করোনা চললেও একটা বছর নষ্ট হওয়ার ঝুঁকি নেওয়া যাবেনা। আর এই টানাপোড়েনে সবথেকে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরীক্ষা হবে কি হবেনা, তা নিয়ে এখনও পর্যন্ত সঠিক দিশা পাচ্ছেনা তাঁরা বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় সবাই এখন নজর রেখেছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!