এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনার লাগামহীন সংক্রমণ ও মৃত্যুর মিছিল জারি পশ্চিমবঙ্গে

করোনার লাগামহীন সংক্রমণ ও মৃত্যুর মিছিল জারি পশ্চিমবঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত কিছুদিন ধরেই রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হতে শুরু করেছে। ক্রমশ বাড়তে চলেছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ। সেইসঙ্গে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে করোনাতে। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক করোনা মুক্তর সংখ্যা নিম্নগামী।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪৩১ জন। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু ঘটেছে মোট ১১৭ জনের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা মুক্ত হয়েছেন ১৭,৪১২ জন। গত ২৪ ঘণ্টায় কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় করোনা সংক্রমণ সর্বাধিক, সর্বাধিক মৃত্যহার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৮৭ জন, মোট ৩৩ জনের মৃত্যু ঘটেছে করোনা সংক্রমণে। গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছে ৩,৯২২ জন, এই জেলায় মোট ৩৬ জনের মৃত্যু ঘটেছে করোনা সংক্রমণে, দক্ষিণ ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯৩৭ জন, হাওড়া জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন, হুগলি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯০৬ জন, নদীয়া জেলায় ৮৫২ জন, পশ্চিম বর্ধমানে ৮৪২ জন, পূর্ব বর্ধমানে ৮১০ জন।

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে গত ২৪ ঘন্টায় মালদহ জেলাতে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৫ জন, জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০০ জন, কোচবিহারের ২১৫ জন, দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৯৮ জন। সম্প্রতি রাজ্যের মোট ১৭৬ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চলছে করোনার চিকিৎসা। ১৪১ টি সরকারি ও ৩৫ টি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। মোট বেডের সংখ্যা ১৬ হাজার ৯৩৯, যার মধ্যে আইসিইউ বেডের সংখ্যা হল ১৮৩৮ টি। রাজ্যজুড়ে আংশিক লকডাউন, পরিবহনে বেশকিছু নিষেধাজ্ঞা জারি ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!