এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার মাঝেই এবার কি পৃথীবিতে আসতে চলেছে অন্য এক মহামারী? who-র বার্তায় বাড়ছে জল্পনা !

করোনার মাঝেই এবার কি পৃথীবিতে আসতে চলেছে অন্য এক মহামারী? who-র বার্তায় বাড়ছে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছর শুরু থেকেই করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করে সারা বিশ্বজুড়ে।করোনার হানায় বিধ্বস্ত সম্পূর্ণ বিশ্ব। করোনায় মৃত্যু ঘটেছে অসংখ্য মানুষের। অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। করোনার কারণে, পরিচিত জীবন-যাপনের ছক থেকে বেরিয়ে আসতে হয়েছে মানুষকে। এই পরিস্থিতির মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবার এক মহামারীর কথা শোনাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিশ্ববাসীকে পরবর্তী মহামারীর মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেয়া হলো। বিশ্ব স্বাস্থ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ” আমরা এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখান থেকে করোনাকে (Coronavirus) হারানো সম্ভব। বহু দেশ বহু শহর সেটা করে দেখিয়েছে। এখন সময় পরবর্তী মহামারী মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হলো, পরবর্তী মহামারী মোকাবিলা করার জন্য এখন থেকেই তার প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বক্তব্য, করোনা আতঙ্কের মধ্যেও, মানুষের মনে আবার নতুন করে মহামারীর আতংক সৃষ্টি করছে।

সম্প্রতি, ৭৩ তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ মঞ্চ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, করোনা একটি সার্বিক সংকট। কিন্তু পৃথিবীর বহু দেশ ও বহু শহর করোনা সংক্রমণকে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। রুখে দিয়েছে সংক্রমণকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, এই প্রথম সমগ্র বিশ্ব একসঙ্গে হয় করোনার ভ্যাকসিন, ওষুধ বা কোন থেরাপি আবিষ্কারের চেষ্টা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হলো, সুপরিকল্পীত প্রচেষ্টার মাধ্যমেই করোনাকে রোধ করা সম্ভব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানালো যে, স্বাস্থ্য ব্যবস্থা হল শিক্ষা অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ভিত্তি স্বরূপ। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিশ্ববাসীকে জানানো হয়েছে যে, সমগ্র বিশ্বের উচিত, এখন থেকে করোনা রোগের সনাক্তকরণ ও করোনা প্রতিরোধের জন্য আরও জোরদার প্রস্তুতি গ্রহণ করা। পরবর্তী মহামারীর জন্য আরো ভালোভাবে প্রস্তুত হতে বলা হলো বিশ্ববাসীকে। তবে, পরবর্তী মহামারী কি হতে চলেছে সেই বিষয়ে কিছু জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অনেকে মনে করছেন, বেশকিছু দেশের করোনা মোকাবিলা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি প্রশ্ন উঠেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়েও। তাই, পরবর্তীকালে যাতে এমন প্রশ্ন যাতে না ওঠে, তার জন্যই এই ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। প্রসঙ্গত, ইতিপূর্বে, সোয়াইন ফ্লু, জিকা ভাইরাস, পোলিও সংক্রমণ , দুবার করে ইবোলা ভাইরাস সংক্রমণ কালে বিশ্বজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে, সেসব ক্ষেত্রে পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করে নি, যা করোনার ক্ষেত্রে করেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছর করোনা সংক্রমনের ফলে যতটা ক্ষতি হয়েছে, তা পূর্বের সমস্ত মহামারীর মিলিত ক্ষতিকে ছাড়িয়ে গেছে। কবে করোনার সংক্রমণ থেকে মুক্তি মিলবে? তার উত্তর জানা নেই বিশ্ববাসীর। আবার, এর মধ্যেই আগামী ভয়ঙ্কর মহামারীর কথা বলে মানুষের উদ্বেগ, দুশ্চিন্তাকে আরো বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!