এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার মধ্যেই এবার মৃতুশোকে বিহ্বল গেরুয়া শিবির, জল্পনা তুঙ্গে

করোনার মধ্যেই এবার মৃতুশোকে বিহ্বল গেরুয়া শিবির, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে যখন করোনায় মৃতের সংখ্যা রেকর্ড হারে বেড়ে চলেছে, ঠিক সেসময় গেরুয়া শিবিরের জন্য এক বড়সড় দুঃসংবাদ। মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিজেপি বিধায়ক। তবে না, এরকম কোন ঘটনা ঘটেনি এই রাজ্যে। ঘটেছে পাশের রাজ্য উত্তরপ্রদেশে। সেখানকার বিধায়ক মারা গেছেন। তবে করোনায় নয়,হৃদরোগে আক্রান্ত হয়ে সম্প্রতি উত্তরপ্রদেশের কাস্টমসের কাসগঞ্জের অমরপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিং মারা যান।

এই ঘটনা উত্তরপ্রদেশের রাজনীতিতে ব্যাপক শোকের আবহ তৈরি করেছে। তবে জানা গিয়েছে, মৃত বিজেপি বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিংয়ের স্ত্রী সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তিনি মারা যান গত 17 ই মে। জানা গিয়েছে, প্রথমে মৃত বিধায়কের স্ত্রী হোম আইসোলেশনে থাকলেও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আলীগড় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এরপর 17 ই মে বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিংয়ের স্ত্রী মারা যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মনে করা হচ্ছে, সেই গভীর শোক সামলাতে না পেরেই আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন দেবেন্দ্র প্রতাপ সিং। পরিস্থিতির কথা মাথায় রেখে সার্বিক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে তাঁর চিকিৎসাও চলছিল। কিন্তু তিনি সেই চিকিৎসায় বিশেষ সাড়া দিতে পারেননি। যথারীতি বিধায়ক দেবেন্দ্র প্রতাপ সিং মারা যান। এই ঘটনায় ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ব্যাপক শোকপ্রকাশ করেছেন। তবে শুধু বিজেপি না, উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলেও এই ঘটনা শোকের ছায়া তৈরি করেছে। তবে প্রশ্ন উঠেছে স্ত্রীর মৃত্যুই কি বিজেপি বিধায়কের মৃত্যুর কারণ হয়ে দাড়লো?

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!