এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > করোনার মধ্যেই আবির্ভাব নতুন ভাইরাসের ! মাঙ্কি পক্সের আতঙ্কে বিশ্ব !

করোনার মধ্যেই আবির্ভাব নতুন ভাইরাসের ! মাঙ্কি পক্সের আতঙ্কে বিশ্ব !


প্রিয়োবন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে আগের তুলনাই  করোনা গ্রাফ অনেকটা নিম্নমুখী তবে এই করোনা থেকে এখনো পর্যন্ত নিস্তার মেলেনি এখনো পর্যন্ত বেশ কিছু দেশে এর প্রভাব রয়েছে । বিগত প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে কোভিড আতঙ্কে তটস্থ থেকেছে সারাবিশ্ব  । তবে করোনা আতঙ্ক কাটতে না কাটতে এবার জুড়ে বসলো নতুন ভাইরাস মাঙ্কি পক্স  যা সারা বিশ্বকে আবার নতুন করে ভাবিয়ে তুলেছে । করোনা টিকা করণের মাধ্যমে প্রায় বেশিরভাগ দেশ করোনা আতঙ্ক থেকে বেরিয়ে আসলেও তার মাঝেই নতুন রোগ মাঙ্কি পক্স এর সন্ধান পাওয়া গেলো ।

বিশজ্ঞদের মতে  এই ভাইরাসটি অত্যন্ত বিরল ভাইরাস এটি এক ধরনের বসন্ত কিন্তু সাধারণত যে গুটি বসন্ত বা জলবসন্ত হয় তার প্রতিকার রয়েছে অথচ মাঙ্কি পক্স ভাইরাসে যারা আক্রান্ত হবেন তাদের সুস্থ করতে এখনো পর্যন্ত সঠিক চিকিত্‍সা পদ্ধতি নেই। মধ্য এবং পশ্চিম আফ্রিকার কিছু দেশে এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে।জানা যাচ্ছে এই ভাইরাস মানবদেহে সবথেকে বেশি ছড়িয়ে পড়ে ইঁদুরের মাধ্যমে। সম্প্রতি এই ভাইরাসের সংক্রমণ বেশ ভাবিয়ে তুলেছে ইংল্যান্ডকে। ইংল্যান্ডে যে ব্যক্তি এই ভাইরাসে সংক্রমিত হচ্ছেন তাদের সংস্পর্শে অপর কোন কোন ব্যক্তি এসেছিলেন কিনা, তাদেরকেও খুঁজে বার করা হচ্ছে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে।

এই ভাইরাসের প্রাথমিক উপসর্গ গুলির মধ্যে রয়েছে মাথা যন্ত্রণা , পিঠ ও গায়ে ব্যথা, জ্বর এমনকি শরীরের ক্লান্তি ভাব এবং কাঁপুনি। সারা শরীরে বিভিন্ন লসিকা গ্রন্থি গুলি ফুলে ওঠে। প্রথমে ক্ষত চিহ্ন গুলি ছোট ছোট হয় তারপর সেই ক্ষত সারা শরীরে ছড়িয়ে পড়ে সেইসাথে  চোখ,মুখ, শ্বাসনালী, ক্ষতস্থান, নাক প্রভৃতির মাধ্যমে এই ভাইরাস একজন সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করে তাকে কাবু করে ফেলতে পারে এবং  এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তিনি আক্রান্ত হতে পাড়েন বলে জানা যাচ্ছে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!