এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার মধ্যেই আরও এক চীনা ভাইরাসের চোখ রাঙানি, সাবধান হচ্ছে ভারত

করোনার মধ্যেই আরও এক চীনা ভাইরাসের চোখ রাঙানি, সাবধান হচ্ছে ভারত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক করোনাতেই দেশের মানুষের পরিত্রাহি অবস্থা, তার ওপর নতুন করে আবার আবার একটি চীনা ভাইরাস এর আগমন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি চীন সরকারের চিন্তা বাড়িয়ে আরো একটি ভাইরাসের আমদানি হয়েছে চীনে। করোনার বিপদ কাটতে না কাটতেই নতুন করে মহামারী রোগের উৎপত্তি রীতিমতো চিন্তা বাড়িয়েছে বেজিং সরকারের। ঠিক এই অবস্থায় জানা গিয়েছে ভারতেও চীনা ভাইরাস আবার থাবা বসাতে পারে।

তবে সেটি করোনা নয়, অন্য আরেকটি ভাইরাস। নতুন এই ভাইরাস ছড়িয়ে পড়ছে মশার মাধ্যমে। এবং সেই মশার উপস্থিতি ভারতেও রয়েছে বলে জানা গেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ গবেষকরা জানিয়েছেন, তাঁরা ভারতে চিনা ক্যাট কিউ ভাইরাস বা সিকিউভি ভাইরাস শনাক্ত করেছেন। এই ভাইরাসটি আর্থ্রোপড বাহিত এবং শুকর ও কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায়। জানা গিয়েছে, সম্প্রতি আইসিএমআর এর একটি সমীক্ষায় উঠে এসেছে 883 জনের শরীরে এই ভাইরাসের অ্যান্টিবডি রয়েছে।

অর্থাৎ কখনো না কখনো তাঁরা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ভারতে 2014 সালে এবং 2017 সালে দুজন ধরা পড়েছিলেন কর্নাটকে এই ভাইরাস নিয়ে। বিজ্ঞানীরাও সতর্ক করে দিয়েছিলেন, মশার দেহের সিকিউভি ভাইরাসের প্রতিলিপিকরণের ফলে ভারতে এই রোগ ছড়াতে পারে। অন্যদিকে ভারতের বুকে করোনা অবস্থাও তথৈবচ। সম্প্রতি জানা যাচ্ছে, গত 11 দিনে ভারতে করোনা মুক্ত হয়েছেন 10 লক্ষের বেশি মানুষ। সোমবার ভারতে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 50 লক্ষের ঘর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে টুইটারে বেশ কিছু তথ্য তুলে ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সুস্থ হওয়া রোগীর সংখ্যা অ্যাক্টিভ কেস এর তুলনায় পাঁচ গুণের বেশি। অন্যদিকে দেশে করোনা সংক্রমণের সংখ্যাও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 82 হাজার 170 জন। ঠিক একই সময়ে মৃত্যু হয়েছে দেশে 1039 জনের। নতুন করে সংক্রমণ এবং মৃত্যুর জেরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 60 লক্ষ 74 হাজার 703 জন।

অন্যদিকে দেশে অ্যাক্টিভ কেস 9 লক্ষ 62 হাজার 640 এখনো পর্যন্ত দেশজুড়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 95542 জনের। এই অবস্থায় দেশের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সারা দেশের মধ্যে মাত্র 10 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার 75 শতাংশ রোগী ছড়িয়ে রয়েছে। বাকি 25% দেশের অন্যান্য রাজ্যে। অন্যদিকে জানা গিয়েছে, যেসব পরিবার করোনার ভ্যাকসিন কিনতে পারবেন না ভবিষ্যতে তাঁদের কেন্দ্র বিনামূল্যে এই ভ্যাকসিন দেবে।

এই তথ্য প্রকাশ হয়েছে দ্য হিন্দুর মাধ্যমে। এই পত্রিকা সরকারের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিকের তথ্য উদ্ধৃত করে জানিয়েছে। তবে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এধরনের নির্দেশে শিলমোহর পড়েনি বলে জানা যাচ্ছে। তবে চীনের নতুন সংক্রামক রোগের উৎপত্তি হওয়ার খবরে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ বর্তমানে অত্যন্ত সাবধান হয়ে উঠেছে। করোনার মত যাতে চীনের নতুন ভাইরাস যাতে ছড়াতে না পারে, সেদিকে কড়া নজর রাখছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!