এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার মধ্যেই এবার ডানা ছাটা হলো কেজরিওয়ালের

করোনার মধ্যেই এবার ডানা ছাটা হলো কেজরিওয়ালের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের মধ্যেই ক্ষমতা হ্রাস পেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। কেন্দ্রীয় সরকার প্রণীত নতুন আইন বলে লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লি দিল্লির মুখ্য প্রতিনিধিত্ব করবেন। দিল্লির নির্বাচিত সরকার কোন বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে লেফটেন্যান্ট গভর্নরের মতামত নিতে এখন থেকে বাধ্য থাকবে, এই নতুন আইন কার্যকরী হবার ফলে।

গত মাসে সংসদের দুটি কক্ষে এই বিল আনা হয়েছিল। একাধিক বিরোধী নেতৃত্ব এর প্রতিবাদ জানিয়েছিলেন। তবে, বিরোধীদের দাবি ধোপে টেকেনি। শেষ পর্যন্ত বিলটি আইনে পরিণত হয়। গতকাল যা কার্যকরী হলো। এ প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানালেন যে, আজকের দিনটি ভারতীয় গণতন্ত্রের কাছে দুঃখের দিন। নতুন করে আইন করে রাজধানীর মানুষকে অপমান করেছে কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জনগণ যাদের ভোট দিয়েছেন, নতুন আইনে তাঁদের ক্ষমতা কেড়ে নেয়া হলো। জনগণ যাদের প্রত্যাখ্যান করেছিলেন, তাঁদের হাতে ক্ষমতা তুলে দেয়া হলো। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন, লেফটেন্যান্ট গভর্নর এর মাধ্যমে দিল্লি শাসন করতে চাইছে বিজেপি। দিল্লির নির্বাচিত সরকারের সমস্ত রকম পরিকল্পনা বিজেপি ভেঙে দিতে চাইছে।

দিল্লিতে সদ্য জারি হওয়া গভর্নমেন্ট অব ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অব দিল্লি (সংশোধনী) আইন, ২০২১ নিয়ে বিরোধীরা একাধিক অভিযোগ তুললেও বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে, দীর্ঘ সময় ধরে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল দিল্লি, এখনও দিল্লি পূর্ণাঙ্গ রাজ্য নয়। দেশের রাজধানীর মতো গুরুত্বপূর্ণ স্থানের ক্ষেত্রে শুধুমাত্র রাজ্য সরকারের হাতে সম্পূর্ণ ক্ষমতা ও দায়িত্ব ছেড়ে দেওয়া মোটেই সমীচীন নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!