এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার মৃতদেহ সৎকার না করে আবার নদীতে ফেলার অভিযোগ, কাঠগড়ায় যোগী সরকার

করোনার মৃতদেহ সৎকার না করে আবার নদীতে ফেলার অভিযোগ, কাঠগড়ায় যোগী সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরপ্রদেশে বারবার করোনায় মৃত ব্যক্তিদের সৎকার না করে গঙ্গা বা অন্য কোন নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সারি সারি মৃতদেহ গঙ্গার জলে পাবার পর তীব্র অস্বস্তি বেড়েছে যোগী প্রশাসনের। তবে অভিযোগ উঠেছে, এখনো এটি বন্ধ করা যায়নি। মাঝে মাঝেই নদীতে ভেসে থাকতে দেখা যাচ্ছে মৃতদেহ। ফলে আশঙ্কা বাড়ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে আবার নদীতে মৃতদেহ ফেলার অভিযোগ উঠে এলো উত্তরপ্রদেশে।

সম্প্রতি, একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, পিপিই কিট পরে এক ব্যক্তি একটি মৃতদেহ প্লাস্টিকে জড়িয়ে ব্রিজের ওপর থেকে নদীর জলে ফেলে দিচ্ছেন। তার সঙ্গে রয়েছে অপর এক ব্যক্তি। এটি উত্তরপ্রদেশের বলরামপুর জেলার ঘটনা। বলরামপুরের রাপ্তি নদীতে এক করোনায় মৃত ব্যক্তির দেহ সৎকার না করে ফেলে দেয়া হয়েছে। দুজন মিলে এই কাজটি করেছেন, এমনটাই ভিডিওতে উঠে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সংবাদ সূত্রে জানা গেছে, গত ২৫ সে মে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলরামপুরের বাসিন্দা প্রেমনাথ নামে এক ব্যক্তি। দুদিন আগে ২৮ সে মে তাঁর মৃত্যু হয়েছে। সমস্ত রকম নিয়ম মেনে তাঁর দেহ তাঁর পরিবার-পরিজনের হাতে তুলে দেয়া হয়েছিল হাসপাতালের পক্ষ থেকে। অভিযোগ উঠেছে, তাঁর পরিবারের লোকেরাই তাঁর সৎকার না করে তাঁকে রাপ্তি নদীর জলে ফেলে দিয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দ্রুত এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন একাধিক ব্যক্তি। এরপর পুলিশ এর তদন্ত শুরু করেছে। দিনের আলোতে কি করে এমন ঘটনা ঘটলো? প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। উত্তরপ্রদেশের বারবার নদীতে মৃতদেহ ফেলে দেবার ঘটনা, তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে যোগী সরকারকে। বিরোধীদের অভিযোগ, করোনায় প্রকৃত মৃতের সংখ্যা লুকিয়ে রাখতে মৃতদেহ সৎকার না করে তা নদীতে ফেলে দেয়া হচ্ছে। করোনা আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকার না করে, নদীতে ফেলে দিলে, তা থেকে করোনার সংক্রমণ তীব্র আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!