এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > করোনায় মৃত্যুমিছিলে জেরবার ভারত! প্রধানমন্ত্রীর আবেগকে “কুমিরের কান্না” বলে কটাক্ষ রাহুলের!

করোনায় মৃত্যুমিছিলে জেরবার ভারত! প্রধানমন্ত্রীর আবেগকে “কুমিরের কান্না” বলে কটাক্ষ রাহুলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের পর নতুন বছর পড়তে না পড়তেই আবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। যাকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর সবথেকে বেশি কেন্দ্রীয় সরকারের নমনীয় মনোভাবের জন্য করোনা ভাইরাস আবার মাথাচাড়া দিয়েছে বলে সরব হতে দেখা গিয়েছে দেশের বিরোধী দল কংগ্রেসকে। আর এই পরিস্থিতিতে একের পর এক মৃত্যু মিছিল এবং করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনায় কার্যত ভেঙে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যেখানে একের পর এক মৃত্যু-মিছিল দেখে সম্প্রতি ভার্চুয়াল বৈঠকে আবেগতাড়িত হয়ে যেতে দেখা যায় তাকে। আর এবার গোটা বিষয়টিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর এই আবেগতাড়িত হয়ে যাওয়ার ঘটনাকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যেখানে গোটা ঘটনাকে কুমিরের কান্নার সঙ্গে তুলনা করতে দেখা গেল কংগ্রেসের শীর্ষ নেতাকে। স্বাভাবিক ভাবেই বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যখন আবেগাপ্লুত হয়ে পড়ছেন করোনার মৃত্যুর মিছিলে, তখন রাহুল গান্ধীর এই কটাক্ষ কার্যত শাসক-বিরোধী তরজাকে বাড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, শনিবার একটি টুইট করেন রাহুল গান্ধী। যেখানে তিনি লেখেন, “টিকা নেই, সব থেকে কম জিডিপি, কোভিডে সর্বোচ্চ মৃত্যু। ভারত সরকারের প্রতিক্রিয়া? প্রধানমন্ত্রী কাঁদছেন।” আর এরপরই আর একটি টুইট করে প্রধানমন্ত্রীর আবেগতাড়িত হয়ে যাওয়ার ঘটনাকে কুমিরের কান্নার সঙ্গে তুলনা করতে দেখা যায় এই কংগ্রেস নেতাকে। যেখানে তিনি বলেন, কুমিররা নিরাপরাধ।”

বিশ্লেষকরা বলছেন, রাহুল গান্ধী টুইট করে বুঝিয়ে দিতে চাইলেন যে, প্রধানমন্ত্রী যতই আবেগতাড়িত হয়ে যান না কেন, তিনি করোনা পরিস্থিতি সাম্লানর দিকে নজর দিচ্ছেন না। যার কারণে একের পরে এক মৃত্যু-মিছিল হতে শুরু করেছে। তাই যদি আবেগতাড়িত না হয়ে প্রধানমন্ত্রী গোটা ব্যবস্থার দিকে নজর দিতেন, তাহলে পরিস্থিতি অনেকটাই সামলানো যেত। কিন্তু তা না করে তার এই “কুমিরের কান্না” বলে প্রধানমন্ত্রীর আবেগ তাড়িত হয়ে যাওয়ার ঘটনাকে নিয়ে কার্যত বোমা ফাটালেন রাহুল গান্ধী। যা বিজেপি এবং নরেন্দ্র মোদীকে অনেকটাই অস্বস্তিতে ফেলে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, বর্তমানে করোনা পরিস্থিতি ভারতবর্ষে ভয়াবহ আকার ধারণ করেছে। তবে তার মধ্যেও রাজনৈতিক দ্বৈরথ ক্রমবর্ধমান। শাসক থেকে বিরোধী, প্রতিটা রাজনৈতিক দল কারা মানুষের পাশে সবথেকে বেশি রয়েছে, তা প্রমাণ করতে যেমন উদ্যত, ঠিক তেমনই একে অপরকে কটাক্ষ করতে শুরু করেছেন। সেদিক থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিমুহূর্তে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করছেন।

আর এই পরিস্থিতিতে একের পর এক করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু হওয়া মানুষদের নিয়ে যখন আবেগতাড়িত প্রধানমন্ত্রী, তখন তাকে কার্যত “কুমিরের কান্নার” সঙ্গে তুলনা করে শোরগোল ফেলে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!