এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনার মৃত্যু ও সৎকার বিষয়ে একাধিক নির্দেশিকা রাজ্য সরকারের

করোনার মৃত্যু ও সৎকার বিষয়ে একাধিক নির্দেশিকা রাজ্য সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে প্রতিদিন তীব্রভাবে বাড়ছে করোনার সংক্রমণ, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে, মৃতের পরিবারবর্গকে ডেথ সার্টিফিকেট পেতে অনেক সময়ই হয়রান হতে হচ্ছে। করোনায় মৃতের সৎকার নিয়েও তার পরিবারবর্গকে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। এবার তাদের হয়রানি লাঘবে একাধিক নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

রাজ্য সরকারের নতুন নির্দেশিকাতে জানানো হয়েছে, বাড়িতে কোন করোনা রোগীর মৃত্যুর হলে, যে চিকিৎসকের কাছে তিনি সরাসরি বা ভার্চুয়াল ভাবে চিকিৎসা করিয়ে ছিলেন, সেই চিকিৎসক তার ডেথ সার্টিফিকেট দিতে পারবেন। আবার হাসপাতাল থেকে কোন করোনা রোগীকে অন্য হাসপাতাল নিয়ে যাবার সময় যদি সেই রোগীর মৃত্যু হয়। তবে যে হাসপাতালে তিনি পূর্বে চিকিৎসা করিয়ে ছিলেন, সেই হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, করোনায় মৃত্যু হলে তার সৎকার নিয়েও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় কারও মৃত্যু হলে মৃতের পরিবারকে কলকাতা পুরসভার চিফ হেলথ মেডিকেল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। শহরতলীর কোন বাসিন্দার করোনায় মৃত্যু ঘটলে, তার পরিবারকে সেখানকার পুরসভার স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। আবার গ্রামীণ এলাকায় কারও করোনায় মৃত্যু ঘটলে, সেখানকার বিডিও, বিএমওএইচের সঙ্গে যোগাযোগ করতে হবে তার পরিবারকে।

এদিকে আগামী মাসে দেশে মড়ক লাগতে চলেছে বলে, সতর্ক করলেন একাধিক বিশেষজ্ঞরা। আগামী মাসের মাঝামাঝি সময়ে দেশে প্রতিদিন 5 হাজারেরও বেশি মানুষের করোনায় মৃত্যু ঘটবে বলে, সতর্ক করলেন একাধিক বিশেষজ্ঞ। একদল মার্কিন বিশেষজ্ঞ, কানপুর, হায়দ্রাবাদের বেশকিছু বিশেষজ্ঞদের সমীক্ষায় এমনই আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে। এ কারণেই বিশেষজ্ঞরা সকলকে দ্রুত ভ্যাকসিন নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, আগামী দিনে করোনার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!