এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দ্রুতহারে বেড়ে চলা ব্ল্যাক ফাঙ্গাস

করোনার পাশাপাশি চিন্তা বাড়াচ্ছে দ্রুতহারে বেড়ে চলা ব্ল্যাক ফাঙ্গাস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। ঠিক এ রকমই একটি পরিস্থিতি শুরু হয়েছে দেশে। একা করোনায় রক্ষে নেই, ব্ল্যাক ফাঙ্গাস দোসররূপে দেখা দিয়েছে দেশজুড়ে। দেশের বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের মারাত্মক ইনফেকশন দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রূপে ঘোষণা করছে বেশ কয়েকটি রাজ্য। যেরকম- রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, রাজস্থানে যেভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ, সে কারণেই এটিকে মহামারী রূপে ঘোষণা করা হল।

তবে সবার আগে জানতে হবে, এই ব্ল্যাক ফাঙ্গাস আসলে কি? ব্ল্যাক ফাঙ্গাস হল এমন একটি ইনফেকশন যা মারাত্মক সংক্রমণ ছড়ায় শরীরে এবং সেটি ছত্রাকের কারণে হয়। পুরো পরিবেশ জুড়ে এই ছত্রাক থাকে এবং এটিই সাইনাস বা ফুসফুসকে ব্যাপকভাবে প্রভাবিত করে। ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ হয়েছে কিভাবে বোঝা যেতে পারে? সে ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন টুইট করে জানিয়েছেন, যদি কখনো চোখ লালচে হয়ে ওঠে বা চোখ ব্যথা করে তাহলে বুঝতে সংক্রমণ হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও একই সাথে জ্বর, কাশি, মাথা ব্যাথা, শ্বাসকষ্ট, অস্পষ্ট দৃষ্টি, বমি ভাব কিংবা মানসিক অবস্থার পরিবর্তন হয় তাহলে বুঝতে হবে ব্যাপকভাবে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হয়েছে। তবে মূলত ব্ল্যাক ফাংগাসের সংক্রমণের শিকার হচ্ছেন করোনা থেকে সেরে ওঠা মানুষজন। বিশেষ করে স্টেরয়েড নেওয়ার কারণে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এই তথ্য জানিয়েছেন, এইমসের ডঃ রণদীপ গুলেরিয়া। এই ইনফেকশনের কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, দিল্লি এবং কর্ণাটক ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে। হরিয়ানা সরকারও এই ব্ল্যাক ফাঙ্গাসকে নোটিফায়েড রোগ হিসেবে ঘোষণা করেছে। সবমিলিয়ে যখন করোনা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, প্রায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে, ঠিক সেসময় চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের ব্যাপক প্রভাব বেড়ে চলা। আপাতত করোনা থেকে মুক্তি কীভাবে দ্রুত মেলে, সেই উত্তর খোঁজার চেষ্টা চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!