এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার পর এই মহামারি নিয়েও নতুন করে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা!

করোনার পর এই মহামারি নিয়েও নতুন করে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   করোনা তো রয়েইছে। আর তার মাঝে এবার আশঙ্কা বাড়িয়ে নতুন এক ভাইরাস মাথাচাড়া দিতে শুরু করেছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এমনিতেই বিপর্যস্ত গোটা দেশ। এরমধ্যে “ব্ল্যাক ফাঙ্গাস” নামে একটি নয়া ভাইরাস বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। স্বাভাবিক ভাবেই করোনাকে আটকাতে গিয়ে নতুন করে এই ভাইরাস মাথাচাড়া দেওয়ার কারণে গোটা দেশজুড়ে আতঙ্ক বাড়তে শুরু করেছে। আর কত ভাইরাসকে সামলাবে ভারতবর্ষ!

একটা শেষ হতে না হতেই আর একটা ভাইরাস যেভাবে ভারতবর্ষে জাঁকিয়ে বসছে, তাতে সাধারণ মানুষের জীবন এখন হাতে নিয়ে চলা ছাড়া আর কোনো উপায় নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই সময় সরকার থেকে শুরু করে চিকিৎসক, সকলকে মানুষকে সুরক্ষা দিতে তৎপরতা গ্রহণ করতে হবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কিন্তু করোনা ভাইরাস নিয়ে যেমন প্রতিমুহূর্তে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ব্ল্যাক ফাঙ্গাস যখন মাথাচাড়া দিতে শুরু করেছে, ঠিক তখনই এই মহামারী ইস্যুতে আবারও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে।

বস্তুত, আজ করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী একটি ভার্চুয়াল বৈঠক করেন। যেখানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পর কাউকে কোনো কথা বলতে দেওয়া হয়নি বলে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকে ব্ল্যাক ফাঙ্গাস নামে নতুন ভাইরাসের কথা তুলে ধরে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে বাংলার প্রশাসনিক প্রধানকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কোথা থেকে একটা ব্ল্যাক ফাঙ্গাস এসেছে। ইতিমধ্যেই রাজস্থান একে অতিমারী ঘোষণা করেছে। আমাদের রাজ্যে চারজনের দেহে এই রোগর অস্তিত্ব মিলেছে। এসব নিয়ে কথা বলার দরকার ছিল। কিন্তু একটিও কথা বলতে দেওয়া হয়নি। ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধ দেওয়া হবে, তা পাওয়া যাচ্ছে না। এগুলো কেন্দ্রের ভান্ডারে থাকে। কেন্দ্রের ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আজকের ভার্চুয়াল বৈঠকের পরেও সেই অভিযোগ তুলে সরব হয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। টিকা দেওয়া থেকে শুরু করে পরিষেবা না দেওয়া, বাংলার প্রতি বিমাতৃসুলভ আচারণ করা হচ্ছে বলে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেছে তাকে। আর এবার নতুন ভাইরাস “ব্ল্যাক ফাঙ্গাস” রাজ্যের চারজন মানুষের শরীরে বাসা বাঁধতে না বাঁধতেই তার বিষয়ে প্রশ্ন তুলে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠক করলেও কোনো রাজ্যকে কথা বলতে দেওয়া হয়নি বলে সরব হলেন তিনি। অর্থাৎ কথা বলতে দেওয়া হলে এই সমস্ত বিষয় তুলে ধরে কিভাবে এই নতুন ভাইরাস আটকানো যাবে, তা জিজ্ঞেস করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সুযোগ না দেওয়ার কারণে তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ, প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুঝিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে করোনা থেকে শুরু করে ব্ল্যাক ফাঙ্গাস, নানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সর্বদা রনংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!