এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার পরে মাঙ্কিপক্স, নয়া ভাইরাসকে আটকাতে তৎপর কেন্দ্র!

করোনার পরে মাঙ্কিপক্স, নয়া ভাইরাসকে আটকাতে তৎপর কেন্দ্র!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘ দুই বছর করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে হয়েছে গোটা দেশকে। ধীরে ধীরে সেই ভাইরাস বিদায় নিচ্ছে বলেই মনে করছেন একাংশ। কিন্তু করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আসতে পারে বলে যখন আশঙ্কা তৈরি হয়েছে, ঠিক তখনই নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে মাঙ্কিপক্স নামে এক নতুন ভাইরাস। তবে প্রথম থেকেই এই ভাইরাসকে যাতে আটকানো যায়, তার জন্য তৎপরতা অবলম্বন করেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পক্ষ থেকে মাঙ্কিপক্সের ব্যাপারে একটি গাইডলাইন জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, এই ভাইরাস যদি কোনো ব্যক্তির শরীরে দেখা যায়, তাহলে টানা 21 দিন ধরে তার নজরদারি করা হবে। এমনকি সেই ব্যক্তি কোন কোন ব্যক্তির সংস্পর্শে আসছে, তা দেখার জন্যও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

বলা বাহুল্য, বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স নামে এই নতুন ভাইরাসের দেখা মিললেও ভারতবর্ষে এখনও পর্যন্ত এই ভাইরাস আসেনি। তবে ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই এই ভাইরাসকে আটকানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!