এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার প্রতিষেধক নিলেই কি মিলবে মুক্তি? ভয়ঙ্কর তথ্য উঠে এল গবেষণায়

করোনার প্রতিষেধক নিলেই কি মিলবে মুক্তি? ভয়ঙ্কর তথ্য উঠে এল গবেষণায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে। করোনার দ্বিতীয় ধাক্কায় অনেক বেশি মানুষ অসুস্থ হয়েছেন কিংবা মৃত্যুমুখে ঢলে পড়েছেন বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে করোনার নতুন স্ট্রেন ডেল্টা অনেক বেশি ভয়ানক হয়ে দেখা দিয়েছে। তবে বর্তমানে করোনার গতি কিছুটা নিম্নমুখী। সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও এমন খবর এবার প্রকাশ্যে এলো, যাতে সেই স্বস্তি নিমেষের মধ্যে মিলিয়ে গেল। গোটা দেশজুড়ে নতুন আতঙ্ক করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। জানা যাচ্ছে, এই নতুন স্ট্রেন এবার কোভিশিল্ড বা কোভ্যাকসিনের বর্মকে ভেঙে ফেলতে প্রস্তুত।

সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে সেরকমই তথ্য। বলা হচ্ছে করোনার ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে বিশেষ কার্যকরী হবেনা ভারত বায়োটেকের কোভ্যাকসিন। অন্যদিকে দিল্লির এইমস ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পক্ষ থেকে জানানো হয়েছে আরো বড় দুঃসংবাদ। স্পষ্ট করে তাদের একটি গবেষণায় দাবি করা হয়েছে, কেউ যদি কোভিশিল্ড বা কোভ্যাকসিন প্রতিষেধক নিয়ে ভাবেন করোনাকে এড়ানো গেল, তাহলে তিনি জীবনের চরমতম ভুলটি করবেন। কারণ দুটি টিকারই দুটি ডোজ নেওয়া থাকলেও কোনোভাবেই করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের মারণ আঘাত এড়ানো যাবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সম্প্রতি ইন্ডিয়ান এসএআরএস সিওভি2 জিনোমিক্স কন্সোরর্টিয়া এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণের কেন্দ্রে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। আর সেখানেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা আতঙ্ক জাগানোর জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ভারতীয় ডেল্টা স্ট্রেনের আক্রমণ কোন ভ্যাকসিন দিয়েই যে আটকানো যাবেনা, সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। গবেষকদের মতে বি1617 এবং বি1351 স্ট্রেনগুলি যথেষ্ট মারাত্মক আকার ধারণ করেছে অভিযোজন এর মাধ্যমে। সেক্ষেত্রে এই স্ট্রেন দ্রুতগতিতে সংক্রমণ ছড়াতে পারে। এবং টিকা নেওয়া থাকলেও অ্যান্টিবডিকে এড়িয়ে যেতে পারে।

ফলস্বরূপ বোঝাই যাচ্ছে, প্রতিষেধকের দুটি ডোজ নেওয়া থাকলেও করোনার এই নতুন স্ট্রেনকে এড়ানো সম্ভব নয়। আমেরিকা এবং গ্রেট ব্রিটেন ইতিমধ্যেই ডেল্টা বি1617 স্ট্রেনটিকে অতি ভয়াবহ তালিকায় ফেলেছে। অন্যদিকে চিকিৎসক ও বিজ্ঞানীরা মনে করছেন, করোনার নিম্নমুখী হওয়া নিয়ে খুশি হবার কোন কারণ নেই। বরং সাবধানতা এবং সচেতনতা আগের মতোই বজায় রাখতে হবে। প্রতিষেধক নেওয়া থাকলেও ডেল্টা ভ্যারিয়েন্টকে এড়াতে থাকতে হবে ঘরে। তবে বিজ্ঞানীরা এত সহজে হাল ছেড়ে দেবার পাত্র নন। প্রতিনিয়্ত তাঁরা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন কিভাবে এই মারণ ভাইরাসকে মানব শরীর ঢোকা থেকে আটকানো যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!