করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজ্যে বাড়ছে ভোটদানের হার বিশেষ খবর রাজনীতি রাজ্য April 26, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ নির্বাচনের সপ্তম দফার ভোট গ্রহণ চলছে। সপ্তম দফার ভোট গ্রহণে সবচেয়ে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে করোনা। গত ২৪ ঘন্টায় রাজ্যের ১৬ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। আবার বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত গন্ডগোল, অশান্তি, মারধর, হুমকির অভিযোগ উঠেছে। তবে, প্রতিবন্ধকতা থাকলেও গণতন্ত্রের উৎসবে ভালোভাবেই যোগদান করছেন মানুষ। আজ সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। প্রথমদিকে ভোটদানের হার অন্যদিনের তুলনায় কম থাকলেও বেলা বাড়তেই বাড়ছে ভোটদানের হার। প্রতিবন্ধকতা উপেক্ষা করে ভোটদানে আগ্রহ দেখা যাচ্ছে রাজ্যবাসীর। আজ সকাল ১১ টা পর্যন্ত রাজ্যজুড়ে ভোটদানের হার ৩৭.৭২ শতাংশ। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৪২.৪১ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ভোট পড়েছে ৩৯.৭০ শতাংশ, পশ্চিম বর্ধমান ভোট পড়েছে ৩৪.৪০ শতাংশ, মালদায় ভোট পড়েছে ৩৯.৯৬ শতাংশ, কলকাতায় ভোট পড়েছে ২৭.৫৪ শতাংশ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - দেখা যাচ্ছে, অন্যান্য জেলার তুলনায় কলকাতায় কিছুটা কম ভোট পড়েছে। অনেকে মনে করছেন করোনার আতঙ্কে শহরবাসীর অনেকে ভোট দানে আগ্রহী হচ্ছেন না। পূর্বেও কলকাতার বিভিন্ন কেন্দ্রে ভোটদানের হার কিছুটা কম ছিল। আবার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোট কম পড়ার কারণ হলো রমজান মাস। রমজান মাসের কারণে সংখ্যালঘু ভোটারদের মধ্যে অনেকের ভোটদানে আগ্রহ কম থাকতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এখনো অনেক সময় রয়েছে, ভোটদানের হার বেড়ে যেতেও পারে এই সময়ের মধ্যে। আপনার মতামত জানান -