এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনার সাথে সাথে লকডাউনের গুজব! পুলিশের কড়া পদক্ষেপ , জেনে নিন

করোনার সাথে সাথে লকডাউনের গুজব! পুলিশের কড়া পদক্ষেপ , জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলার সাথে সাথেই পাল্লা দিয়ে ছড়াচ্ছে গুজব। যদিও সুস্থতার হারও রাজ্যে ঊর্ধ্বমুখী বলা হচ্ছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। কিন্তু তা সত্ত্বেও আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার বিশেষ কোনো হেরফের দেখা যাচ্ছে না। মানুষের আতঙ্কও বেড়ে চলেছে চূড়ান্ত হারে। তার মধ্যেই এবার গুজব লকডাউনের। উত্তর 24 পরগনায় করোনার সংক্রমণ এত ব্যাপক হারে ছড়িয়েছে, যে শোনা যাচ্ছে এবার 14 দিনের জন্য উত্তর 24 পরগনায় লকডাউন হতে চলেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এইরকমই একটি পোস্ট ব্যাপকহারে ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই গুজব ছড়ানোর অভিযোগে দেগঙ্গা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় লকডাউন হতে পারে উত্তর 24 পরগনায় এরকম একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছিল। তবে লকডাউন হচ্ছে কিনা এ ব্যাপারে উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, লকডাউন জারি করা নিয়ে তার কাছে কোনো নির্দেশিকা আসেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তিনি এটাও বলেন, লকডাউন জারিরও অবশ্য এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। তবে কে বা কারা, কি উদ্দেশ্যে এরকম গুজব ছড়াচ্ছে তা জানা নেই। তবে সাধারণ মানুষের কাছে তিনি আবেদন রাখেন, গুজবে কান না দেওয়ার জন্য। আর এর পরেি ভুয়ো পোষ্টের বিরুদ্ধে খোঁজ খবর নিতে শুরু করেন উত্তর 24 পরগণার জেলাশাসক। বারাসাত থানায় উত্তর 24 পরগনা জেলা শাসকের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়। তারই ভিত্তিতে পুলিশ শহীদুল ইসলাম নামে এক বছর কুড়ির যুবককে গ্রেফতার করে দেগঙ্গার যাদবপুর গ্রাম থেকে।

এ প্রসঙ্গে বারাসাত জেলার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তবে উত্তর 24 পরগনায় যেভাবে করণা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে খুব স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে উঠছে প্রশাসন। নতুন করে বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার এর মধ্যেই ঘোষণা করে দিয়েছে দুর্গা পূজো হচ্ছে বলে। এতে পরিস্থিতি যে আরও খারাপ হতে পারে, সে ব্যাপারে এখন থেকে সাবধান করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!