এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > করোনার সময় প্রচারের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল বামেরা, জেনে নিন

করোনার সময় প্রচারের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল বামেরা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দিনকে দিন বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। মিটিং-মিছিল, জমায়েত হওয়ার কারণে বাংলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে মানুষের জীবন অপেক্ষা রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতা দখল সবথেকে বড় কিনা, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হতে দেখা যাচ্ছে। কেননা করোনা ভাইরাস যখন বাড়ছে, তখন বাংলার ক্ষমতা দখলের লক্ষ্যে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে মিটিং মিছিল করতে শুরু করেছে। কারও মধ্যে বিন্দুমাত্র সচেতনতা না থাকায় তৈরি হয়েছে প্রশ্ন।

তবে তৃণমূল এবং বিজেপি যখন মিটিং-মিছিলে জোর দিচ্ছে এবং করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পেলেও তাদের বিন্দুমাত্র সচেতনতা পালন করতে দেখা যাচ্ছে না, তখন এক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল বামেরা। জানা গেছে, বাকি তিন দফার নির্বাচনে এবার বড় সভা এবং সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বামফ্রন্ট। এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করে মহম্মদ সেলিম বলেন, “আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়েছি, চার দফায় ভোট হয়েছে। পঞ্চম দফার প্রচার শেষ লগ্নে। যথাসম্ভব বড় ভিড় বা হইচই পাকানো হবে না। বৃহৎ প্রচারে না গিয়ে মানুষকে সচেতন করব। ভোট হয়েছে বা ভোট হয়নি, এমন জায়গাগুলোতে গত এক বছর ধরে যা করে এসেছি, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হক নিয়ে লড়াই করব। রেশন এবং খাদ্য পৌঁছে দেওয়া হবে।” অর্থাৎ করোনা ভাইরাস নিয়ে বিন্দুমাত্র সচেতনতা রাজনৈতিক দলগুলোর মধ্যে না থাকায় বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছিলেন, রাজনৈতিক দলের কাছে ক্ষমতা দখল সবার আগে। মানুষের জীবন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আর এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে বামেরা যখন কিছুটা হলেও অপ্রাসঙ্গিক, তখন করোনা ভাইরাসকে মাথায় রেখে মিটিং-মিছিলে জমায়েত কমিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের এই ধরনের সিদ্ধান্ত মানুষের মনে যে বড় জায়গা দখল করে নেবে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচনে প্রধান লড়াই হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। সেদিক থেকে অনেকটাই অপ্রাসঙ্গিক বামেরা। নির্বাচনে নিজেদের মুখ রক্ষা করতে জোট গঠন করে সংযুক্ত মোর্চা নাম দিয়ে বিভিন্ন জায়গায় লড়াই করছে বামফ্রন্ট। আর এই পরিস্থিতিতে বামেরা এই সিদ্ধান্ত নিয়ে বুঝিয়ে দিল, তাদের কাছে ক্ষমতা দখল নয়, মানুষের জীবন সবার আগে। সব মিলিয়ে করোনা ভাইরাসের সময় বাংলার ক্ষমতা দখলের নির্বাচনে বামেদের এই সিদ্ধান্ত যে অনেকটাই জনমানসে ভালো প্রভাব ফেলবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!